কলকাতা

হাসপাতালেই কিশোরীকে যৌন হেনস্তা, গ্রেপ্তার ল্যাব টেকনিশিয়ান

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া জেলা হাসপাতালের সিটি স্ক্যান বিভাগে ১৩ বছরের কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগ উঠল। শনিবার রাতের ঘটনায় আমন রাজ নামে এক অস্থায়ী কর্মীকে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিস। তবে রবিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। সুপারের চেম্বার ঘিরে বিক্ষোভ দেখায় সিপিএমের মহিলা ও যুব সংগঠন। বিক্ষোভে নামে বিজেপিও। পরিস্থিতি সামাল দিতে বিশাল বাহিনী মোতায়ন করা হয়। জেলা স্বাস্থ্যদপ্তরের তরফেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
২৮ আগস্ট শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল শিবপুরের ওই কিশোরী। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ তাকে সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতাল চত্বরেই রয়েছে পিপিপি মডেলের সিটি স্ক্যান সেন্টারটি। নাবালিকার পরিবারকে বাইরে অপেক্ষা করতে বলে তাকে ভিতরে সিটি স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে অভিযুক্ত অস্থায়ী কর্মী আমন রাজ ছাড়া আর কেউই ছিল না। অভিযোগ, একটি বন্ধ ঘরে আমন নাবালিকাকে যৌন হেনস্তা করে। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর মেয়ে ফিরছে না দেখে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা ভিতরে ঢুকতে গেলে দৌড়ে বেরিয়ে আসে নাবালিকা। সে পরিবারের কাছে ঘটনার কথা জানালে অভিযুক্তকে ধরে ফেলেন পরিবারের সদস্যরা। রাতেই হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। আমনকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতকে রবিবার হাওড়া জেলা আদালতে তোলা হলে বিচারক একদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বেসরকারি সংস্থা পরিচালিত ওই সিটি স্ক্যান সেন্টারে বেশ কিছুদিন ধরেই স্ক্যানার মেশিন খারাপ ছিল। শনিবার রাতে সেটিকে সচল করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষকে কিছুই জানানো হয়নি।
হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত বলেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে স্বাস্থ্যদপ্তরের তরফে এফআইআর করা হয়েছে। শোকজ করা হয়েছে পিপিপি মডেলে সিটি স্ক্যান সেন্টার চালানো সংশ্লিষ্ট সংস্থাকেও। ঘটনার তদন্তে ১২ জনের কমিটি তৈরি হয়েছে।’ 
এদিকে, এদিন সকাল থেকেই হাসপাতালের গেটের সামনে সব্যসাচী চট্টোপাধ্যায় ও দীপ্সিতা ধরের নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন ও সভার আয়োজন করে ডিওয়াইএফআই। পরে তাঁরা মিছিল করে হাসপাতালের সুপার নারায়ণ চট্টোপাধ্যায়ের চেম্বারে গিয়ে বিক্ষোভ শুরু করেন। পুলিস এসে পরিস্থিত সামাল দিতে গেলে দুই পক্ষের ধস্তাধস্তিও হয়। দুপুরে জেলা বিজেপি নেতৃত্ব হাসপাতাল চত্বরে গিয়ে বিক্ষোভ দেখায়। সুপারের পদত্যাগের দাবি তোলে রাম-বাম দুই শিবিরই। পাল্টা হাওড়া জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন, ‘ঘটনার রাতেই পুলিস দ্রুত কড়া ব্যবস্থা নিয়েছে। স্বাস্থ্যদপ্তরও ব্যবস্থা নিয়েছে। বিরোধীরা ঘোলা জলে মাছ ধরতে চাইছে।’
18d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা