খেলা

ইউরো থেকে বিদায় ইতালির

বার্লিন: রেফারির শেষ বাঁশি বাজতেই বার্লিনে বাঁধনছাড়া উল্লাস জাকা, ফ্রেউলারদের। হতাশায় মুখ ঢাকলেন ডোনারুমা, বারেল্লারা। ইউরোর নক-আউট পর্বে শুরুতেই অঘটন ঘটাল সুইৎজারল্যান্ড। শনিবার গতবারের চ্যাম্পিয়নদের বিদায়ঘণ্টা বাজিয়ে শেষ আটে জায়গা করে নিল মুরাত ইয়াকিনের ছেলেরা। ম্যাচের ফল ২-০। জয়ী দলে হয়ে জাল কাঁপিয়েছেন রেমো ফ্রেউলার ও রুবেন ভার্গাস। উল্লেখ্য, ১৯৯৩ সালের পর ইতালির বিরুদ্ধে এটা সুইত্জারল্যান্ডের প্রথম জয়।
চলতি ইউরোর গ্রুপ পর্বে ইতালির পারফর‌ম্যান্সে মন ভরেনি সমর্থকদের। কোনওক্রমে নক-আউটে পৌঁছেছিল আজ্জুরিরা। এদিনও শুরু থেকে চাপে পড়তে দেখা যায় তদের। একের পর এক আক্রমণে আজ্জুরিদের নাভিশ্বাস তুলে দেয় সুইত্জারল্যান্ড। ৩৭ মিনিটেই লিড নেয় তারা। বাঁ দিক থেকে ভার্গাসের ডিফেন্স চেরা পাস বক্সে ধরে বাঁ পায়ের দুরন্ত শটে জাল কাঁপান ফ্রেউলার (১-০)। উল্লেখ্য, চলতি ইউরোতে এটা সুইত্জারল্যান্ডের ষষ্ঠ গোল। মজার বিষয় হল, ছ’জন আলাদা গোলদাতা। অবশ্য এই গোলের দায় এড়াতে পারবে না ইতালির রক্ষণভাগ। বলা ভালো, প্রথমার্ধে স্পালেত্তি-ব্রিগেডকে খুঁজেই পাওয়া যায়নি।
বিরতির পরেও দাপট বজায় রাখে সুইসরা। ৪৬ মিনিটে ব্যবধান বাড়ান রুবেন ভার্গাস (২-০)। দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্বিতীয় গোল হজম করার পরেও ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় ইতালি। তবে অ্যাটাকারদের ব্যর্থতায় সুইস রক্ষণে ফাটল ধরাতে ব্যর্থ চিয়েসা-পেলেগ্রিনিরা। এই পর্বে দু’বার পোস্ট বাধা হয়ে দাঁড়ায় তাঁদের সামনে। ম্যাচের পর ইতালির কোচ স্পালেত্তি বলেন, ‘এই ব্যর্থতার দায় আমার। ইউরোতে এবার আমরা ভালো পারফরম্যান্স মেলে ধরতে পারিনি। আক্রমণভাগে উন্নতি করতে হবে।’
সুইত্জারল্যান্ড- ২       :      ইতালি-০ 
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     September,   2024
দিন পঞ্জিকা