খেলা

বুমরাহর ইয়র্কারের প্রশংসায় ব্রেট লি

নয়াদিল্লি: কুড়ি ওভারের ক্রিকেটে ইদানীং অহরহ উঠছে দুশোর উপরে রান। তা আটকাতে ডেথ ওভারে ইয়র্কার দেওয়ার পরামর্শ  দিচ্ছেন ব্রেট লি। তবে এই ডেলিভারিতে যশপ্রীত বুমরাহর মতো পারদর্শিতা অন্য কারও মধ্যে দেখতে পাননি তিনি। লিজেন্ডস ইন্টারকন্টিনেন্টাল টি-২০ লিগের উদ্বোধনে এসে অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার বলেছেন, ‘সম্প্রতি বুমরাহ ছাড়া আর কোনও পেসারকে নিখুঁত ইয়র্কার দিতে দেখিনি। আমি চাই, অন্য পেসাররা আরও বেশি করে ইয়র্কারের উপর জোর দিক। তবে ডেথ ওভারে বাকি পেসাররা ঠিকঠাক ইয়র্কার দিতে পারে না।’ সদ্যসমাপ্ত আইপিএলে বড় স্কোর হয়েছে নিয়মিত। লি’র কথায়, ‘কোটিপতি লিগের ১৭ বছরের ইতিহাস দেখুন। ইয়র্কারের ক্ষেত্রে ব্যাটসম্যানদের গড় স্ট্রাইক রেট ১০০-র নীচে। তার মানে প্রত্যেক বোলার যে কয়টা ইয়র্কার দিতে পেরেছে, তাতে রান কম উঠেছে। তবে কোনও ব্যাটার যদি স্কুপ করতে পারে তাহলে বোলারের চাপ। সেক্ষেত্রে ফিল্ড সাজাতে হবে বুদ্ধি করে। থার্ডম্যানকে সরিয়ে আনতে হবে কিপারের দিকে। ডিপ ফাইন লেগ ফিল্ডারকেও সরাতে হবে কিছুটা।’
ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য আনার পক্ষপাতী লি। তিনি বলেছেন, ‘বোলারদের কথাও ভাবা উচিত। এখন ব্যাটসম্যানদের পক্ষেই যাবতীয় নিয়ম। আমি গ্রিনটপ দিতে বলছি না। ১১০ রানে কোনও দল শেষ হলে তা ক্রিকেটের পক্ষে মোটেই ভালো বিজ্ঞাপন নয়। তবে এখন তো ২৭০ রান উঠছে নিয়মিত। চার ওভারে ৪৫-৫০ রান দিয়ে ফেলছে বোলাররা। এর পরিবর্তন হওয়া উচিত।’
টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দলে সুযোগ পাননি তরুণ ব্যাটার জেক ফ্রেজার-ম্যাকগার্ক। আইপিএলে অভিষেক মরশুমে ২৩৪.০৪ স্ট্রাইক রেটে ৯ ইনিংসে ৩৩০ রান করেছেন তিনি। তবে অভিজ্ঞ ডেভিড ওয়ার্নারের উপরই ভরসা রেখেছেন অজি নির্বাচকরা। ব্রেট লি বলেছেন, ‘নিজের শর্তে অবসর নেওয়ার অধিকার অর্জন করেছে ওয়ার্নার। আর যদি কোনও কারণে প্রয়োজন পড়ে ম্যাকগার্ক তো রিজার্ভে রয়েইছে। ওর বয়স মাত্র ২২। প্রচুর সময় রয়েছে। তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন নেই।’
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা