খেলা

রেমাল আতঙ্ক কাটিয়ে স্বস্তিতে গোলরক্ষক মিঠুন

শিবাজী চক্রবর্তী, কলকাতা: সকাল থেকেই  ঝোড়ো হাওয়ার দোসর প্রবল বৃষ্টি।  মুড়িগঙ্গার রাক্ষুসে ঢেউ ধাক্কা মারে নদীর বাঁধে। দমকা হাওয়ায় ভেঙে পড়ে রান্নাঘরের চাল। সচেতন স্নায়ু মুহূর্তে জানান দেয়, আর দেরি নয়। পালাতে হবে এখনই। মুহূর্তে বাবা-মায়ের হাত ধরে ঘরের বাইরে বেরিয়ে আসেন মিঠুন। ছুট লাগায় ফ্লাড সেন্টারের দিকে। ঘাড় ঘুরিয়ে দেখে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দেওয়াল। উম-পুনের সেই আতঙ্ক এখনও দগদগে ফুটবলার মিঠুন সামন্তের মনে। ঘূর্ণিঝড় রেমালের আগেও কেটেছে নির্ঘুম রাত। অবশেষে বিপর্যয় এড়িয়ে আতঙ্কের অবসান। ‘উপরওয়ালাকে ধন্যবাদ। অন্তত বাড়িটা রক্ষা পেয়েছে । পরিবার নিয়ে ফ্লাড সেন্টারে আশ্রয় নিতে হয়নি।’ মুঠোফোনের ওপারে গোলরক্ষক মিঠুন সামন্তের গলায় একরাশ স্বস্তি।
জল, জঙ্গল, জনপদ। এই নিয়েই সুন্দরবন। নামখানার প্রত্যন্ত জনপদ বুদাখালি। প্রান্তিক  এলাকা থেকেই উঠে এসেছেন এই গোলরক্ষক। ময়দানের চেনা মুখ মিঠুন মহামেডান স্পোর্টিংয়ের প্রাক্তনী। রিয়াল কাশ্মীরের হয়ে চলতি মরশুমে আই লিগের ক্লাব ট্রাউতে সই করেছেন তিনি। মিঠুনের জীবনযুদ্ধের কাহিনি হার মানাবে রুপোলি পর্দার চিত্রনাট্যকেও। উম-পুনের দাপটে তছনছ তাদের মাটির বাড়ি। তাই রেমালের খবরে চেপে বসে অজানা আতঙ্ক। গ্রামের পাশে মুড়িগঙ্গা নদী।  ঈশান কোণে মেঘ জমলে বুদাখালির ছেলে-বুড়োর গলা শুকোয়। মুড়িগঙ্গা ফুঁসলে ঠাকুরের থানে হত্যে দেন মহিলারা। আইলা কিংবা ইয়াসে গোটা গ্রাম মাথা গুঁজেছে পাকা স্কুলবাড়িতে। পেট ভরাতে ভরসা মুড়ির টিন, পাতলা খিচুড়ি। কোনওসময় তাও মেলে না। মিঠুনের কথায়, ‘প্রকৃতির কাছে বড় অসহায় আমরা। এই অঞ্চলে ঝড়ের তাণ্ডব না দেখলে বিশ্বাস করা শক্ত।’ প্রবল বৃষ্টিতে চাষের দফারফা। ধানের জমিতে কোমর সমান জল। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন।
সদ্য বিয়ে করেছেন মিঠুন। নতুন সংসার গোছানোর আগেই রেমাল হাজির। শক্ত হাতে আগলে রেখেছেন পরিবার। ফুটবল মরশুমে এই হাতেই দস্তানা উঠবে। দলকে বাঁচাতে গোলপোস্টের নীচে জান লড়িয়ে দেবেন মিঠুন। জীবনের ময়দান থেকে খেলার মাঠ, মুড়িগঙ্গার ঢেউয়ের মতো এ লড়াই চলছে। নিরন্তর...।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা