খেলা

পাঞ্জাবকে হারাল হায়দরাবাদ

হায়দরাবাদ: টিম গেমে ফের বাজিমাত সানরাইজার্স হায়দরাবাদের। রবিবার ঘরের মাঠে পাঞ্জাব কিংসকে ৪ উইকেটে হারিয়ে প্যাট কামিন্সরা বুঝিয়ে দিলেন, প্লে-অফের জন্য তাঁরা প্রস্তুত। ১৪ ম্যাচ খেলে হায়দরাবাদের পয়েন্ট দাঁড়াল ১৭। তবে প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস ৫ উইকেটে ২১৪ রান তোলার পর মনে হয়েছিল, এত সহজে এই পাহাড় টপকানো সহজ হবে না হোমটিমের পক্ষে। তার উপর প্রথম বলেই ফর্মে থাকা ট্রাভিস হেড বোল্ড হওয়ায় চাপ বেড়েছিল তাদের। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেই বাঁ হাতি পেসার অর্শদীপ সিং আশা জাগিয়েছিলেন পাঞ্জাব শিবিরে। কিন্তু প্রাথমিক ধাক্কা সামলে রাহুল ত্রিপাঠি ও অভিষেক শর্মা ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘোরান। ৩৩ রানে রাহুল আউট হলেও অভিষেক ছিলেন মারমুখী মেজাজে। মাত্র ২১ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ২৮ বলে করেন ৬৬ রান। পাঁচটি বাউন্ডারির পাশাপাশি ছ’টি ওভার বাউন্ডারিও এসেছে তাঁর ব্যাট থেকে। চলতি আইপিএলে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ছক্কা (৪১) মারার রেকর্ডও এখন তাঁর ঝুলিতে। সানরাইজার্সের ওপেনার পিছনে ফেললেন কোহলিকে (৩৮)। অভিষেক যখন আউট হন, তখন শক্ত ভিতে হায়দরাবাদ। সেই সুবিধা কাজে লাগিয়ে নীতীশ রেড্ডি ও হেনরিখ ক্লাসেন বড় পার্টনারশিপ গড়েন। ৩৭ রানে নীতীশ আউট হন হার্শল প্যাটেলের বলে। দ্রুত ফিরে যান শাহবাজও (৩)। এরপর ক্লাসেনকে যখন ৪২ রানে বোল্ড করেন হরপ্রীত ব্রার, তখন জয়ের দোরগোড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। পাঁচ বল বাকি থাকতেই দলকে (২১৫-৬) লক্ষ্যে পৌঁছে দেন আব্দুল সামাদ (অপরাজিত ১১) ও সনবীর সিং (অপরাজিত ৬)। 
প্লে-অফের আশা আগেই শেষ হয়ে গিয়েছিল পাঞ্জাবের। তাই বিদায়ী ম্যাচে সাহসী ক্রিকেট খেলাই ছিল প্রীতি জিন্টার দলের ক্রিকেটারদের লক্ষ্য। সেদিক থেকে তারা অনেকটাই সফল। ম্যাচ হারলেও প্রভসিমরণ (৭১), অথর্ব তাইডে (৪৬), রিলে রসুউ (৪৯), ক্যাপ্টেন জীতেশ শর্মা (অপরাজিত ৩২) ব্যাট হাতে ঝলমলে পারফরম্যান্স মেলে ধরলেন।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা