খেলা

সামি শিল্পী, এমন বোলারকে তৈরি করা যায় না: পরশ মামব্রে

নয়াদিল্লি: আর্টিস্ট বা শিল্পী! বল হাতে মহম্মদ সামিকে এভাবেই চিহ্নিত করলেন পরস মামব্রে। জাতীয় দলের বোলিং কোচের মতে, সিম উপরে রেখে নিয়মিত ভাবে বল ফেলার বিরল ক্ষমতা রয়েছে ডানহাতি পেসারের। আর সেটাই বাকিদের থেকে আলাদা করে তুলেছে তাঁকে। দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাওয়ার আগে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মামব্রে বলেছেন, ‘সামির মতো বোলারকে তৈরি করা যায় না। কোনও কোচের পক্ষেই তা সম্ভব নয়। সিম উপরে রেখে বোলিং যদি সহজ হতো তাহলে তো যে কেউ সামির মতো সাফল্য পেত। প্রচণ্ড পরিশ্রমের দ্বারা এই স্কিল অর্জন করেছে সামি। নিজেকে ঘষামাজা করে পৌঁছেছে এই উচ্চতায়।’ সঙ্গে যোগ করেন, ‘সিম পজিশন সোজা রেখে একের পর এক নিয়ন্ত্রিত ডেলিভারি চাট্টিখানি কথা নয়। ওর কব্জি থাকে নিখুঁত অবস্থানে। দু’দিকেই বল মুভ করাতে পারে ও। এগুলো বিরল স্কিল। অনেক বোলারই সিমে বল ফেলার পর মুভ করাতে পারে না। তাদের বল সোজা যায়।’
যশপ্রীত বুমরাহর প্রশংসাও শোনা গিয়েছে মামব্রের গলায়। তাঁর মতে, ‘ওর অ্যাকশন অদ্ভুত। একই ভঙ্গিমায় দু’দিকে মুভ করাতে পারে। এটা একটা আর্ট। এই কাজটা নিখুঁতভাবে করার জন্য প্রচুর ঘাম ঝরাতে হয়েছে। সেই সঙ্গে প্রয়োজন সাধনা।’ মামব্রে আরও বলেছেন, ‘বুমরাহ, সামিদের এমন দাপট ভাবাই যায় না। বিশ্বকাপে শ্রীলঙ্কাকে মাত্র ৫৫ রানে থামিয়ে দেওয়া। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮৩ রানে শেষ করা। ভারতীয় বোলাররা প্রত্যাশাকেও ছাপিয়ে গিয়েছে। বিশ্বকাপের মতো আসরে এমন ধারাবাহিকতা দেখানো অবিশ্বাস্য কৃতিত্বের ব্যাপার।’
জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দু’বছরের মেয়াদ পূর্ণ হয়েছে তাঁর। আবার নতুন করে চুক্তিবদ্ধও হয়েছেন তিনি। প্রথমবার দায়িত্ব নেওয়ার সময় রিজার্ভ বেঞ্চ গড়ে তোলাই ছিল মামব্রের লক্ষ্য। তাঁর কথায়, ‘প্রত্যেক ফরম্যাটে একঝাঁক বোলারকে তৈরি রাখাই ছিল আমাদের প্রাথমিক টার্গেট। পরের ব্যাচ থেকেও কয়েকজনকে বেছে নিয়েছিলাম। তাদের যতটা সম্ভব সুযোগ দেওয়া হয়েছে। এখন তারা আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’
প্রোটিয়াদের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে খেলবেন না রোহিত শর্মা ও বিরাট কোহলি। তার মানে এই সিরিজ যে গুরুত্বহীন নয়, তা পরিষ্কার করে দিয়েছেন মামব্রে। তাঁর যুক্তি, ‘এত ক্রিকেট হচ্ছে। প্রত্যেক ক্রিকেটারকে তাই ওয়ার্কলোডের ব্যাপারে সতর্ক থাকতে হয়। তাছাড়া রোহিত, বিরাটদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্নই ওঠে না। ওরা দেশের হয়েই খেলুক কিংবা আইপিএল, খুঁটিনাটি দিকেও নজর দেয়। ওদের দেখে তরুণ ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারে।’
7Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা