খেলা

বোলারদের লম্বা স্পেলের জন্য
প্রস্তুত করাই চ্যালেঞ্জ দ্রাবিড়ের

পোর্টসমাউথ: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ভারতের প্রস্তুতি চলছে জোর কদমে। প্রধানত বোলারদের দিকেই থাকছে ফোকাস। আইপিএলের ম্যাচে চার ওভারের বেশি হাত ঘোরাতে হয়নি সিরাজ-উমেশদের। কিন্তু পাঁচদিনের ফরম্যাট মানেই লম্বা স্পেল। দিনে ১৮-২০ ওভার বল করতে হতে পারে। বোলারদের সেই মতো ম্যাচ ফিট করে তোলাই প্রথম লক্ষ্য টিম ম্যানেজমেন্টের।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭ জুন ওভালে শুরু ফাইনাল। তার জন্য সাসেক্সের আরুনডেল ক্যাসল ক্রিকেট ক্লাবের মাঠে চলছে ভারতের অনুশীলন। বোলারদের মধ্যে প্রথম দফায় ইংল্যান্ডে এসেছেন মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট, উমেশ যাদবরা। বৃষ্টিতে আইপিএল ফাইনাল পিছিয়ে যাওয়ায় মহম্মদ সামি, রবীন্দ্র জাদেজারা অবশ্য শিবিরে যোগ দিচ্ছেন দেরিতে। ভারতের বোলিং কোচ পরস মামব্রে বলেছেন, ‘এখনও পর্যন্ত প্রস্তুতি ভালোই চলছে। কন্ডিশনের সঙ্গে ধাতস্থ হয়ে ওঠার দিকেই নজর দেওয়া হয়েছিল গোড়ায়। শেষ দুই প্র্যাকটিস সেশন দারুণ হয়েছে। ক্রমশ আমরা বোলারদের পরিশ্রমের মাত্রা বাড়াচ্ছি। যাতে টেস্টের জন্য ওরা জলদি তৈরি হতে পারে, সেদিকে খেয়াল থাকছে।’
ইংল্যান্ডের বর্তমান বর্তমান আবহাওয়া ও পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন মামব্রে। রোদঝলমলে পরিবেশ। হাওয়াও বইছে। তাপমাত্রা ১৫-২০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। ম্যাচের দিনগুলিতেও এমন আবহাওয়াই থাকবে বলে মনে করছে টিম ইন্ডিয়া। এই কন্ডিশনে বোলাররা যাতে লাল কোকাবুরা হাতে অভ্যস্ত হয়ে উঠতে পারেন, সেই চেষ্টাই করছেন কোচ রাহুল দ্রাবিড়। একটানা পরিশ্রম নয়, ফাইনাল শুরুর আগে বোলারদের ঘুরিয়ে ফিরিয়ে বিশ্রাম দেওয়ার ভাবনাও রয়েছে শিবিরে। লম্বা স্পেলে বল করতে গিয়ে সিরাজরা যাতে ক্লান্ত না হয়ে পড়েন, সে বিষয়ে তৎপর ভারতীয় কোচ। 
ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াকে গুরুরত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে উল্লেখ করেছেন। তাঁর কথায়, ‘ক্রিকেটাররা প্রায় সবাই ম্যাচের মধ্যে রয়েছে। যেটুকু সময় ফাইনালের আগে মিলছে, তাতে অন্য ফরম্যাটের সঙ্গে ওদের সড়গড় করে তোলাই আসল চ্যালেঞ্জ। টেস্টে ফরম্যাট আলাদা বলে খেলার ধরনও ভিন্ন। টি-২০’র মেজাজ ভুলে সেটা আয়ত্ত করতে হবে ব্যাটসম্যানদের।’
14Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা