খেলা

দুরন্ত লাল-হলুদ দুর্গপ্রহরী আদিত্য পাত্র
জুনিয়র ডার্বি গোলশূন্য

ইস্ট বেঙ্গল- ০      :    মোহন বাগান- ০

সঞ্জয় সরকার, নৈহাটি: ম্যাচের বয়স ৮৯ মিনিট। বক্সের মধ্যে নংডোম্বা নাওরেমকে রুখতে গিয়ে ফাউল করেন শ্যামল বেসরা। পেনাল্টির বাঁশি বাজাতে ভুল হয়নি রেফারির। সঙ্গে সঙ্গে আনন্দে গর্জে ওঠে মোহন বাগান গ্যালারি। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগেও ডার্বি জয় যেন স্রেফ সময়ের অপেক্ষা সবুজ-মেরুন ব্রিগেডের। তবে আশায় জল ঢাললেন লাল-হলুদের গোলরক্ষক আদিত্য পাত্র। নামতের শট ডানদিকে ঝাঁপিয়ে রোখেন তিনি। ফিরতি বলও তিনি বিপন্মুক্ত করতেই লাল-হলুদ কোচ বিনো জর্জের চোখেমুখে স্বস্তির ছাপ। টানা ডার্বি হারের ইতি টেনে অবশেষে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ইস্ট বেঙ্গল। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে একাধিক সুযোগ তৈরি করেও কাজে লাগাতে ব্যর্থ সবুজ-মেরুন অ্যাটাকাররা। স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে হতাশা ঝড়ে পড়ছিল কোচ জোসেপ মারিয়া রোমার গলাতে। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ইস্ট বেঙ্গল। সমসংখ্যক ম্যাচে মোহন বাগানের সংগ্রহ আট।
জুনিয়র ডার্বি ঘিরে নৈহাটি মানুষের মধ্যে উন্মাদনার কোনও খামতি ছিল না। খেলা দেখতে হাজির ছিলেন জনি কাউকো, তিরিরা। আইএসএল স্কোয়াডের ন’জন ফুটবলারকে রেখে প্রথম একাদশ সাজিয়েছিলেন বাগান কোচ। প্রথমার্ধে একচ্ছত্র আধিপত্য রেখেও গোলের মুখ খুলতে ব্যর্থ কিয়ান-ফারদিনরা। পক্ষান্তরে, দুর্গ অটুট রাখতে চেয়েছিল ইস্ট বেঙ্গল। দ্বিতীয়ার্ধেও খেলার চালচিত্রে কোনও পরিবর্তন ঘটেনি। ৬২ মিনিটে একই আক্রমণ থেকে দু’বার দলের পতন আটকান আদিত্য। আর ৮৯ মিনিট পেনাল্টি রুখে তিনিই ম্যাচের নায়ক। 
২০১৭ যুব বিশ্বকাপের স্কোয়াডে থেকেও সুযোগ মেলেনি আদিত্যর। এরপর বেঙ্গালুরু এফসি রিজার্ভ দল থেকে বাদ পড়তে হয় তাঁকে। মাঝে দু’বছর কাটিয়েছিলেন কসবার বাড়িতেই। অবশেষে ইস্ট বেঙ্গলে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে সফল আদিত্য। বলছিলেন, ‘মাঠে নামার আগে প্রতিজ্ঞা করেছিলাম, গোল হজম করব না। পেনাল্টির আগেও শান্ত থাকার চেষ্টা করি। গোলরক্ষক কোচ সংগ্রাম মুখার্জিকে অনেকটাই কৃতিত্ব দেব। উনি সবসময় আমায় ভরসা জুগিয়েছেন। আপাতত লক্ষ্য, সিনিয়র দলে সুযোগ করে নেওয়া।’ ম্যাচ শেষে সংগ্রাম জানান, ‘আজ দিনটা ওর ছিল। এই ম্যাচই একজন ফুটবলারকে পরিচিতি দেয়। তাই ম্যাচের আগে বলেছিলাম, স্বাভাবিক খেলাটা খেলতে।’ লাল-হলুদ দুর্গপ্রহরীর প্রশংসা শোনা গেল সঞ্জয় সেনের গলাতেও।
16Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা