খেলা

ফিটনেস নিয়ে বার্তা
দিলেন নেতা রোহিত

চেন্নাই: বিশ্বকাপের আর বেশি বাকি নেই। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের চোট-আঘাত নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। ঘোর অনিশ্চিত যশপ্রীত বুমরাহ, শ্রেয়স আয়ারের খেলা। এবছর মাঠে ফেরার সম্ভাবনা নেই ঋষভ পন্থেরও।
এরপর আইপিএলে কেউ চোট পেলে সর্বনাশের শেষ থাকবে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজ ১-২ ব্যবধানে হারার পর রোহিত সাফ বলেছেন, ‘দলের নিয়মিত ক্রিকেটারদের না পাওয়া সত্যিই দুশ্চিন্তার। তবে খেলোয়াড়রা সবাই প্রাপ্তবয়স্ক। নিজেদের শরীরের খেয়াল তাদেরকেই রাখতে হবে। যদি মনে হয় বড্ড বেশি খেলতে হচ্ছে, তবে ওরা এটা নিয়ে কথা বলতেই পারে। একটা-দুটো ম্যাচে বিশ্রামও নিতে পারে।’ ক্রিকেটারদের ওয়ার্কলোড নিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের বার্তা দেওয়া প্রসঙ্গে ভারত অধিনায়ক বলেছেন, ‘আমরা এই বিষয়ে কিছু ইঙ্গিত দিয়েছি। একটা সীমারেখাও বেঁধে দিয়েছি দলগুলিকে। যদিও শেষ পর্যন্ত এই বিষয়ে ফ্র্যাঞ্চাইজিরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
তাহলে ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভূমিকা কী থাকছে? রোহিতের উত্তর, ‘আমরা ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছি। কাউকে কাউকে বিশ্রাম দেওয়া হচ্ছে। তবে কেন বার বার চোট লাগছে, এটা বলতে পারব না। আমাদের মেডিকেল টিম সেদিকে লক্ষ্য রাখছে। বিশ্বকাপের সময় যাতে সেরা ১৫ জনকে পাওয়া যায় সেই চেষ্টা করছে ওরা। তবে এত বেশি খেলতে হলে চোট লাগবেই। তা নিয়ে ভেবে লাভ নেই। যা হাতে রয়েছে, যেটুকু আমরা নিয়ন্ত্রণ করতে পারব, সেটাকেই গুরুত্ব দিচ্ছি। চোট পেলে ক্রিকেটাররাও হতাশ হয়ে পড়ে। খেলতে চাইলেও ওরা বাইরে বসে থাকতে বাধ্য হচ্ছে।’
চোট-আঘাত ছাড়াও চিন্তা বাড়িয়েছে সূর্যকুমার যাদবের শোচনীয় ব্যর্থতা। অজিদের বিরুদ্ধে টানা তিন ম্যাচে প্রথম বলে আউট হয়েছেন তিনি। রোহিত যদিও আড়াল করছেন তাঁকে, ‘সিরিজে সূর্য মাত্র তিনটি বল খেলেছে। তবে এটা নিয়ে খুব বেশি ভাবছি না। ওকে বুধবার শেষদিকে ব্যবহার করতে চেয়েছিলাম। কিন্তু তা কাজে এল না। ওর জন্য ব্যাপারটা দুর্ভাগ্যজনক। এমন ব্যর্থতা যে কারও জীবনে আসতে পারে। ওর প্রতিভা আর ক্ষমতা নিয়ে কোনও সংশয় নেই। আসলে এখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সূর্য।’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হারের পর প্রশ্নের মুখে ভারতের প্রস্তুতি। রোহিত বলেছেন, ‘এই সিরিজের শেষ দুই ম্যাচের পরাজয় থেকে আমরা বুঝেছি যে শক্তিধর বিপক্ষের বিরুদ্ধে আমাদের আরও উন্নতি করতে হবে।’
16Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা