খেলা

পাকুয়েতার বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ

লন্ডন: কাঠগড়ায় লুকাস পাকুয়েতা। ব্রাজিলিয়ান ফুটবলারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের মারাত্মক অভিযোগে উত্তাল ইংলিশ প্রিমিয়ার লিগ। বিতর্কে জেরবার ইংল্যান্ড ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (এফএ)। অভিযোগ প্রমাণিত হলে ১০ বছরের নির্বাসন হতে পারে পাকুয়েতার। সেক্ষেত্রে তাঁর ফুটবল কেরিয়ারও অনিশ্চিত। পাকুয়েতা অবশ্য সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তদন্তের কাজে সম্পূর্ণ সহযোগিতা করতে তৈরি তিনি। তাঁর মন্তব্য, ‘শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চলবে। আমি কোনও অন্যায় করিনি।’
২০২২ সাল থেকে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডে খেলছেন সাম্বা তারকা। অভিযোগ, সেবারই লেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, লিডস ইউনাইটেড ও বোর্নমাউথের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে কার্ড দেখেন তিনি। ম্যাচের আগেই নাকি পাকুয়েতার কার্ড দেখার বিষয়টি নির্ধারিত হয়ে যায়। উল্লেখ্য, রেকর্ড অর্থে ওয়েস্ট হ্যাম থেকে তাকে সই করাতে চেয়েছিল ম্যান সিটি। এমন পরিস্থিতিতে গোটা বিষয়টাই বিশ বাঁও জলে। ব্রাজিল ফুটবল কনফেডারেশনও পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। কোপা আমেরিকা শুরু হতে বেশি দেরি নেই। দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার পাকুয়েতা। স্পট ফিক্সিং প্রমাণিত হলে বন্ধ হবে জাতীয় দলের দরজা। আসলে রোনাল্ডিনহো, ড্যানি আলভেস থেকে শুরু করে হালফিলের পাকুয়েতা— সাম্প্রতিককালে মাঠের বাইরে বারবার বিতর্কে নাম জড়িয়েছে ব্রাজিলিয়ানদের। তাই ভাবমূর্তি নিয়ে অস্বস্তিতে ফুটবল সংস্থা। ঘরে-বাইরে প্রবল চাপের মুখে পাকুয়েতা। তবে খারাপ সময়ে তাঁর পাশেই থাকছেন পরিচিতরা। রিওর কাছে ছোট্ট দ্বীপে পাকুয়েতার বেড়ে ওঠা। ঘরের ছেলেকে ফাঁসানো হচ্ছে, এমন দাবি তুলে সেখানে বিক্ষোভও দেখান অধিবাসীরা।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা