খেলা

সহজ জয় সিন্ধুর, বিদায় লক্ষ্য সেনের

সিঙ্গাপুর: সিন্ধুর জয়ের দিনেই লক্ষ্যভ্রষ্ট লক্ষ্য সেন। সিঙ্গাপুর ওপেনে প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন লক্ষ্য। আর এক ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্তও চোটের কারণে ম্যাচের মাঝপথে কোর্ট ছাড়তে বাধ্য হন।  মিক্সড ডাবলসে সুমিত ও সিক্কি রেড্ডি জুটি হার এড়াতে ব্যর্থ। ফলে দিনটা মোটেও ভালো গেল না ভারতীয় শাটলারদের।
ব্যতিক্রম শুধুমাত্র পিভি সিন্ধু। বুধবার মাত্র ৪৪ মিনিটেই ডেনমার্কের কাজের্সফিল্ডকে স্ট্রেট গেমে হারালেন তিনি। ম্যাচের ফল ২১-১২, ২১-২০। দ্বিতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ স্পেনের ক্যারোলিনা মারিন। তাঁদের মধ্যে রেষারেষির কথা কারও অজানা নয়। গত ডেনমার্ক ওপেনে পরিস্থিতি সামলাতে দুই তারকাকে হলুদ কার্ড পর্যন্ত দেখাতে হয়েছিল চেয়ার আম্পায়ারকে। ফলে তাঁদের এবারের দ্বৈরথ ঘিরে বাড়তি উন্মাদনা থাকবে। অবশ্য সিন্ধুর বিরুদ্ধে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা মারিনের ট্র্যাক রেকর্ড দারুণ উজ্জ্বল।  হেড টু হেডে ১১-৫ ব্যবধানে এগিয়ে স্প্যানিশ তারকা। ওলিম্পিকসের আগে মারিনকে হারাতে পারলে মধুর প্রতিশোধের সঙ্গে বাড়তি অক্সিজেনও পাবেন সিন্ধু।
অন্যদিকে, ক্রমাগত হতাশা বাড়াচ্ছেন লক্ষ্য সেন। ভিক্টর আক্সেলসেনের বিরুদ্ধে লড়েও হারলেন তিনি। ম্যাচের ফল ১৩-২১, ২১-১৬, ১৩-২১। গত সপ্তাহেই থাইল্যান্ড ওপেনে খেতাব জেতেন আক্সেলসেন। সেই ছন্দই বজায় রাখলেন তিনি। কিদাম্বি শ্রীকান্ত জাপানের কোদাই নারোকার বিরুদ্ধে ১৪-২১, ৩-১১ পয়েন্টে পিছিয়ে ছিলেন। পায়ের চোটের কারণে এরপর কোর্ট ছাড়তে হন তিনি।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা