খেলা

দ্বিতীয় রাউন্ডে উঠে উজ্জীবিত জকোভিচ

প্যারিস: ক্লে-কোর্টের সম্রাট রাফায়েল নাদালের বিদায়ের পর টেনিস অনুরাগীদের নজর ছিল নোভাক জকোভিচের উপর। উৎকণ্ঠায় রেখেছিল সার্বিয়ান তারকার সাম্প্রতিক অফ-ফর্ম। তবে রোলাঁ গারোয় প্রথম রাউন্ডে স্ট্রেট সেটে জিতে শীর্ষ বাছাই জোকার বুঝিয়ে দিলেন, বড় মঞ্চে বাজিমাত করতে তিনি প্রস্তুত। পুরুষদের সিঙ্গলসে খেতাবরক্ষার অভিযানে শুরুতে তাঁকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন ফরাসি খেলোয়াড় পিয়ের হিউজেস হারবার্ট। শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও সাফল্যের প্রবল খিদে কাজে লাগিয়ে কার্যসিদ্ধি করেন জকোভিচই। তাঁর পক্ষে ম্যাচের ফল ৬-৪, ৭-৬ (৭-৩), ৬-৪।
হারবার্টের দ্রুতগতির সার্ভ ও রিটার্ন জোকারকে রীতিমতো চাপে ফেলেছিল। তবে প্রথম সেট ৬-৪ গেমে জিতে এগিয়ে যান তিনি। দ্বিতীয় সেট ছিল আরও বেশি চ্যালেঞ্জিং। নাছোড়বান্দা লড়াইয়ে টাই-ব্রেকারে খেলা টেনে নিয়ে যান অবাছাই ফরাসি যুবক। তবে মোক্ষম সময়ে ফের জ্বলে উঠে ওই সেটও দখল করেন জকোভিচ। এরপর তৃতীয় সেটে সেই ছন্দ বজায় রেখে জয় নিশ্চিত করেন। ম্যাচের পর ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক বলেন, ‘প্রয়োজনের মুহূর্তে সেরাটা বের করে আনতে পারাই প্রধান শক্তি। অসাধারণ ম্যাচ খেললাম। যতটা সম্ভব মনোযোগী থাকার চেষ্টা করেছি। এই জয় আমায় অনেকটা ঝরঝরে করে তুলেছে।’ 
বুধবার সহজ জয় পেয়েছেন কার্লোস আলকারাজ। নেদারল্যান্ডসের জেসপার ডে জংকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠলেন স্প্যানিশ তারকা। তৃতীয় বাছাই আলকারাজ জেতেন ৬-৩, ৬-৪, ২-৬, ৬-২ সেটে। নবম বাছাই সিসিপাস হারিয়েছেন  ড্যানিয়েল আল্টমেয়ারকে। ম্যাচের ফল ৬-৩, ৬-২, ৬-৭ (২-৭), ৬-৪।  মহিলাদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন শীর্ষবাছাই ইগা সুয়াটেক। প্রাক্তন এক নম্বর নাওমি ওকাকাকে ৭-৬ (৭-১), ১-৬, ৭-৫ ব্যবধানে হারান এই পোলিশ তারকা। এছাড়া তৃতীয় বাছাই কোকো গফ বশ মানিয়েছেন তামারা জিদানসেককে (৬-৩, ৬-৪)।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা