খেলা

রিয়ালের দর্পচূর্ণ করাই লক্ষ্য এডিন টের্জিকের

ডর্টমুন্ড: ২০১২-১৩ মরশুম। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ‘অল জার্মান’ ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বরুসিয়া ডর্টমুন্ডের। তারপর কেটে গিয়েছে এক দশকের বেশি সময়। এই পর্বে শেষ আটের গণ্ডি টপকাতে পারেনি তারা। তবে চলতি মরশুমে কোচ এডিন টের্জিকের প্রশিক্ষণে দুরন্ত ফর্মে রয়েছে বরুসিয়া। ফাইনালে ওঠার পথে তারা বশ মানিয়েছে পিএসজি, আতলেতিকো মাদ্রিদের মতো ক্লাবকে। ফাইনালে অবশ্য তাদের জন্য কঠিন লড়াই অপেক্ষা করছে। শনিবার খেতাবি লড়াইয়ে বরুসিয়ার প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। শেষবার ২০১৩-১৪ মরশুমে সেমি-ফাইনালে স্প্যানিশ ক্লাবটিকে হারিয়েই ফাইনালে পৌঁছেছিল জুরগেন ক্লপ প্রশিক্ষণাধীন বরুসিয়া। সেবার নিছক এক সমর্থক হিসেবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হাজির ছিলেন বর্তমান বরুসিয়া কোচ। গ্যালারিতে বসেই প্রিয় দলের হার দেখতে হয়েছিল টের্জিককে। তখন তিনি বরুসিয়ার অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্বে। এরপর ২০২২ সালে পাকাপাকি ভাবে সিনিয়র দলের দায়িত্ব নেন ৪১ বছর বয়সি এই জার্মান কোচ। তাঁর প্রশিক্ষণে বড় মঞ্চে ভালো কিছু করার তাগিদ দেখা দেয় ম্যাট হামিলস-মার্কো রুইজদের মধ্যে।
গত কয়েক বছরের তুলনায় এবার বরুসিয়া দলের খেলায় অনেক ইতিবাচক বদল এসেছে। সেই ছন্দ ধরে রেখেই ফাইনালে রিয়ালের দুরন্ত দৌড় থামানোই এখন একমাত্র লক্ষ্য টের্জিকের। মেগা ম্যাচের ৭২ ঘণ্টা আগে সেই হুংকারই দিলেন জার্মান কোচ। বললেন, ‘এবার রিয়ালকে থামতে হবে। শক্তির নিরিখে ওরা অনেকটাই শক্তিশালী। তবে মাঠে প্রতিপক্ষকে কীভাবে টেক্কা দিতে হয়, তা আমাদের জানা। গত এক বছর দল দারুণ ফুটবল মেলে ধরেছে। জানি, শনিবার ফাইনালে রিয়ালই ফেভারিট। তবে ১১ বছর আগে ওয়েম্বলিতে যে স্বপ্ন দেখেছিলাম, তা পূরণ করার ব্যাপারে আশাবাদী।’
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা