খেলা

রোহিতরাই ফেভারিট, মত মরগ্যানের

লন্ডন: আইপিএল শেষ। বেজে গিয়েছে টি-২০ বিশ্বকাপের দামামা। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দলের প্রথম ব্যাচ পৌঁছে গিয়েছে নিউ ইয়র্কে। আমেরিকার এই শহরেই গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ৯ জুন রয়েছে ভারত-পাক মহারণও। প্রত্যেকবারের মতো এবারও ফেভারিটের তকমা পাচ্ছে ভারত। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক তথা প্রাক্তন ক্রিকেটার ইয়ন মরগ্যান কাপ জয়ের দৌড়ে এগিয়ে রাখছেন রোহিত বাহিনীকে। তিনি বলেছেন, ‘কাগজে-কলমে ভারতীয় দল খুবই শক্তিশালী। আর তা যদি মাঠে নেমে ফুটিয়ে তুলতে পারে, তাহলে এবার রোহিতদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে। স্কোয়াডে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল স্পষ্ট। আমার বিশ্বাস, টুর্নামেন্ট জুড়েই দাপিয়ে খেলবে টিম ইন্ডিয়া। অনেকেই চোটের কারণে সুযোগ পায়নি। তবুও কিছু দল নির্বাচন নিয়ে ভিন্ন মত রয়েছে আমার। বিশেষ করে শুভমান গিলের মতো ফর্মে থাকা ব্যাটসম্যানকে স্কোয়াডের বাইরে রাখা ঠিক হয়নি। যশস্বী জয়সওয়ালের জায়গায় ওকে বিশ্বকাপে খেলানো উচিত ছিল। কারণ, গিল ভবিষ্যতের অধিনায়ক। ওর সঙ্গে খেলেছি। এই ধরনের ক্রিকেটারকে বিশ্বকাপ দলের বাইরে রাখার যুক্তি খুঁজে পাইনি।’
শুধু মরগ্যান নয়, অধিকাংশ বিশেষজ্ঞরাই ভারতকে ফেভারিট আখ্যা দিচ্ছেন। গত বছর ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে টানা দশটা ম্যাচ জিতে শেষ পর্যন্ত ফাইনালে মুখ থুবড়ে পড়ে রোহিতের দল। আইসিসি’র টুর্নামেন্টে টিম ইন্ডিয়া ২০১৩ সালের পর আর কখনও খেতাব জিততে পারেনি। এবার চাকা ঘুরবে কি না, তা সময়ই বলবে। তবে বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে থাকায় ভারতীয় সমর্থকদের আশা অনেকটাই বেড়েছে।
এদিকে, ভারতীয় দলকে খোঁচা দিতে ছাড়েননি ইংল্যান্ডের আর এক প্রাক্তন ক্রিকেটার মাইক আথারটন। তিনি জানান, ‘যে দেশ আইপিএলের মতো জনপ্রিয় টুর্নামেন্ট আয়োজন করে, তারা বিশ্বকাপে বার বার খালি হাতে ফেরে। তাই প্রশ্ন উঠতেই পারেন, আইপিএলের ফলে কতটা উন্নতি করেছে ভারতীয় ক্রিকেট?’
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা