খেলা

বিশ্বকাপে হার্দিককে নিয়ে আশাবাদী হরভজন সিং

চেন্নাই: জীবনের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছেন হার্দিক পান্ডিয়া। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে চরম ব্যর্থ তিনি। পাঁচবারের চ্যাম্পিয়নরা শেষ করেছে সবার নীচে। ক্রিকেটার হিসেবেও তাঁর পারফরম্যান্স নিতান্তই সাদামাটা। রোহিত শর্মার জায়গায় তাঁর নেতৃত্বে আসাও মানতে পারেননি সমর্থকরা। ঘরের মাঠ ওয়াংখেড়েতেই শুনতে হয়েছে কটূক্তি। তার উপর পারিবারিক সমস্যার খবরও ছড়িয়ে পড়েছে। টি-২০ বিশ্বকাপের আগে মানসিকভাবে ভালো জায়গায় নেই হার্দিক। হরভজন সিং অবশ্য আশাবাদী যে এই সবকিছু পিছনে ফেলে কাপযুদ্ধে উজাড় করে দেবেন ৩০ বছর বয়সি অলরাউন্ডার।
সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন অফ স্পিনার বলেছেন, ‘নীল জার্সিতে মাঠে নামলে অন্য হার্দিককে দেখা যাবে। রান করা এবং উইকেট নেওয়ার ক্ষমতা ওর রয়েছে। খুব প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে ও গিয়েছে। ফর্মেও নেই। গুজরাত টাইটান্স থেকে মুম্বইয়ে ক্যাপ্টেন হিসেবে আসা দলের মধ্যেই অনেকে মানতে পারেনি। তবে বিশ্বকাপের জন্য শুভেচ্ছা রইল ওর প্রতি। আশা করছি, ওই আসরে দুর্দান্ত খেলবে। সেক্ষেত্রে ভারতের সাফল্যের সম্ভাবনাও বাড়বে।’ রোহিত ও হার্দিকের মধ্যে দূরত্ব কমাতে টিম ম্যানেজমেন্টকে উদ্যোগী হতে আর্জি ভাজ্জির। তিনি বলেছেন, ‘মুম্বইকে দেখে মনে হচ্ছিল একজোট হয়ে খেলছে না। গত দু’মাসে হার্দিককে বন্দির মতো লাগছিল। খোলা মনে থাকতে পারেনি একেবারেই। সেজন্যই রোহিত-হার্দিককে নিয়ে একসঙ্গে বসা উচিত ম্যানেজমেন্টের। তবেই দেশের হয়ে স্পেশাল কিছু করা যাবে। বিশ্বকাপ জেতা কিন্তু আইপিএল জেতার চেয়ে অনেক বড় কীর্তি। সবাইকে একজোট করে তোলে তাই টিম ম্যানেজমেন্টের কর্তব্য।’
আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হবে এবারের কুড়ি ওভারের কাপযুদ্ধ। যশপ্রীত বুমরাহর উপরই ভরসা রাখছেন ভাজ্জি। তাঁর মতে, ‘ভারতের পেস আক্রমণ নিয়ে চিন্তা থাকছে। পেসারদের মধ্যে একমাত্র বুমরাহই সফল হওয়ার জন্য পিচের উপর নির্ভরশীল নয়। যে কোনও ধরনের পিচেই জেতানোর ক্ষমতা ধরে ও। মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংয়ের কিন্তু সহায়ক কন্ডিশনের প্রয়োজন। মন্থর উইকেটে যেমন সমস্যায় পড়বে ওরা। বুমরাহর কাঁধে তাই মস্ত বড় দায়িত্ব। চাইব, অন্যরা যেন সেই দায়িত্ব ভাগ করে নেয়।’
আইপিএলে বিরাট কোহলির স্ট্রাইক রেটে চমৎকৃত তিনি। হরভজন বলেছেন, ‘গত বছরের আইপিএলে বিরাটের স্ট্রাইক রেট ছিল ১৩০-এর ঘরে। এবার সেটা দেড়শোরও উপরে। এটা মস্ত বড় পরিবর্তন। পাওয়ার প্লে’তে রোহিত ও বিরাটের ব্যাটে ঝড় চাই বিশ্বকাপে।’এদিকে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পারদ ক্রমশ চড়ছে। ৯ জুন ভারত-পাক মহারণ ঘিরে তীব্র উন্মাদনা। ভিআইপিবক্সে হাজির থাকতে পারেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা