খেলা

আরসিবি’তে কার্তিককে অন্য ভূমিকায় দেখতে চান কোহলি

বেঙ্গালুরু: আইপিএলের এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারের পর অবসর নিয়েছেন দীনেশ কার্তিক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিদায়ের সঙ্গে সঙ্গে ৩৮ বছর বয়সি উইকেটরক্ষক ব্যাটসম্যান তুলে রেখেছেন ব্যাট-প্যাড-গ্লাভস। তাঁকে বিদায়ী অভিবাদন জানাতে ১১ মিনিটের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে আরসিবি। তাতে ডিকে’র প্রশংসা শোনা গিয়েছে বিরাট কোহলির মুখে।
২০২২ সালে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে বেঙ্গালুরুতে যোগ দিয়েছিলেন কার্তিক। সেই মরশুমে ছন্দে ছিলেন না ক্যাপ্টেন কোহলি। ১৬ ম্যাচে ২২.৭৩ গড়ে করেছিলেন ৩৪১ রান। সেবার দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসের কাছে হারায় ফাইনালেও উঠতে পারেনি তাঁর দল। ভিকে’র গলায় ফুটে উঠেছে সেই মরশুমের কথা, ‘সেবার আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলাম। ফর্মে ফিরতে কার্তিকের সঙ্গে বেশ কয়েকবার আলোচনায় বসেছিলাম। সেই মুহূর্তগুলো দারুণ উপভোগ্য ছিল। আমাকে উদ্দীপ্ত করতে কঠিন পরিস্থিতিতে নিজের দৃষ্টিকোণ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছিল সততার সঙ্গে।’ ২০০৮ সালে আইপিএলের প্রথম মরশুম থেকেই আইপিএলে নিয়মিত খেলেছেন কার্তিক। মোট ২৫৭ ম্যাচে ২২টি হাফ-সেঞ্চুরি সহ ৪ হাজার ৮৪২ রান করেছেন তিনি। কোহলি বলেছেন, ‘ওর সততা, সাহস ও নিজের উপর বিশ্বাস সত্যিই অতুলনীয়। ড্রেসিং রুমে ওর উপস্থিতি সবসময় উপভোগ করেছি। তার জন্যই আমাদের সম্পর্ক দুর্দান্ত।’ ব্যাটসম্যান কার্তিক সম্পর্কে ভিকে’র মূল্যায়ন, ‘টেকনিক্যালি ও নিখুঁত ব্যাটার। যে কোনও ভূমিকায় মানিয়ে নিতে পারে। ২০১৩ সালের আইপিএলের কথা মনে পড়ছে। সেবার তিন নম্বরে নেমে ৬০০-র মতো রান করেছিল। আমি ওকে বেশ কিছু বিস্ময়কর শট খেলতে দেখেছি। দারুণভাবে নিজেকে ফিনিশার হিসেবে গড়ে তুলেছিল। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি কার্তিককে।’ 
আগামী দিনে ডিকে’কে আরসিবি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত দেখতে চান বিরাট। তিনি বলেছেন, ‘দীনেশের অভিজ্ঞতা অমূল্য। ফ্র্যাঞ্চাইজির কাছে তার গুরুত্ব অপরিসীম হবে।’ ২০০৯ সালে প্রথমবার কার্তিকের সঙ্গে দেখা হয়েছিল বিরাটের। ভারতীয় দল তখন দক্ষিণ আফ্রিকা সফরে। প্রথম সাক্ষাতে কার্তিককে কেমন লেগেছিল? কোহলির স্মৃতিতে ধরা রয়েছে ছটফটে এক ক্রিকেটারের কথা। তাঁর কথায়, ‘ড্রেসিং রুমে সারাক্ষণ এদিক-ওদিক যাচ্ছে। চুপচাপ বসার প্রশ্ন নেই। মনে হতো, বিভ্রান্তিতে ভুগছে। একই সঙ্গে মারাত্মক প্রাণবন্তও লেগেছিল। ওর প্রতিভা নিয়ে কোনও সংশয় ছিল না। ব্যাটিং তখনও দর্শনীয় ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে ওর জ্ঞান বেড়েছে, মুখের ফড়ফড়ানি কমেছে।’
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা