খেলা

প্রতিপক্ষের ঝড় থামাতে বড় ভরসা বরুণ-নারিনের স্পিন

আমেদাবাদ: দু’টি সুযোগ। দরকার একটা জয়। তাহলেই ফাইনালের টিকিট পাকা। তবে প্রথম রাতেই বেড়াল মারতে মরিয়া নাইট রাইডার্স। মঙ্গলবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কেকেআরের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। একটা সময় মনে হয়েছিল, প্রথম কোয়ালিফায়ারে নাইটদের খেলতে হবে রাজস্থানের বিরুদ্ধে। কিন্তু বৃষ্টির জেরে অঙ্ক বদলে গিয়েছে। ক্রিকেট পণ্ডিতরা বলছেন, কেকেআরের লড়াইটা কঠিন হয়ে গেল। কারণ, সানরাইজার্সের সাফল্যের পাসওয়ার্ড দুর্ধর্ষ ব্যাটিং লাইন-আপ। শুরুতে ট্রাভিস হেড, অভিষেক শর্মা ঝড় তুলছেন। আর সেই রেশ ধরে রাখছেন নীতীশ রেড্ডি, রাহুল ত্রিপাঠি ও হেনরিখ ক্লাসেন। হায়দরাবাদকে বাগে আনার জন্য স্পিন অস্ত্রেই ভরসা রাখতে চাইবে নাইট রাইডার্স। মোতেরার মাঠ বড়। বলে বলে চার-ছক্কা মারা সহজ হবে না। স্পিনাররা সেখানে সুবিধা পাচ্ছে। তাই বরুণ চক্রবর্তী, সুনীল নারিন— এই জোড়া ফলায় ট্রাভিস ঝড় থামানোর পরিকল্পনা রয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টের। দুরন্ত ফর্মে দুই স্পিনার। ১৩ ম্যাচে ১৮টি উইকেট ঝুলিতে পুরেছেন বরুণ। ইকোনমি রেট ৮.৩৪। পিচ থেকে একটু সুবিধা পেলেই ভয়ঙ্কর হয়ে উঠছেন তিনি। উল্টো দিকে তাঁকে সাপোর্ট দিচ্ছেন সুনীল নারিন। এবারের কোটিপতি লিগে তাঁর অলরাউন্ড পারফরম্যান্স কেকেআরের ভাগ্য খুলে দিয়েছে। সল্ট দেশে ফিরলেও নারিনকে ঘিরে সমর্থকদের প্রত্যাশায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। পাওয়ার প্লে’তে ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর কৃপণ বোলিং দারুণ প্রশংসা কুড়িয়েছে। ক্যারিবিয়ান তারকার এই ফর্ম বজায় থাকলে হায়দরাবাদকে বেগ পেতে হবে। নারিন ১৩টি ম্যাচে পেয়েছেন ১৫টি উইকেট। ইকোনমি রেট ৬.৬৩, যা সত্যিই ঈর্ষণীয়। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের সুযোগ নিয়ে স্পিন বিভাগকে আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে কেকেআরের সামনে। রিজার্ভে আছেন অনুকূল রায়। এই বাঁ হাতি স্পিনারকে রাজস্থানের বিরুদ্ধে খেলিয়ে দেখে নিতে চেয়েছিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। কিন্তু বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হওয়ায় তা সম্ভব হয়নি। সুয়াশ শর্মাও তৈরি। তবে মেন্টর গৌতম গম্ভীর ভীষণভাবেই অনুকূলকে খেলানোর পক্ষে। কারণ, ব্যাটিংও ভালো করেন এই তরুণ স্পিনার।
তবে শুধু স্পিন নয়, নতুন বলে মিচেল স্টার্কও চমক দিতে পারেন। স্বদেশীয় ট্রাভিস হেডের সঙ্গে তাঁর ডুয়েল মঙ্গলবারের ম্যাচে বাড়তি বারুদ জোগাচ্ছে। এই লড়াইয়ে শেষ হাসি কে হাসেন, সেটাই দেখার। তবে ২৪.৭৫ কোটির স্টার্ক এবারের আইপিএলে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। তুলনায় অনেক বেশি ভরসা জুগিয়েছেন তরুণ পেসার হর্ষিত রানা। তাঁর ডেথ ওভার বোলিং অতুলনীয়। একাধিক ম্যাচে বল হাতে দলকে জিতিয়েছেন তিনি। তবে সবরমতীর তীরে সূর্যাস্ত ঘটাতে কলকাতা নাইট রাইডার্সের বাজি কিন্তু স্পিন ব্রিগেড।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা