খেলা

উৎসবের মঞ্চেই বিদায়ের ইঙ্গিত ক্লান্ত গুয়ার্দিওলার

লন্ডন: প্রথম কোচ হিসেবে প্রিমিয়ার লিগে টানা চারবার খেতাব জয়ের নজির গড়লেন পেপ গুয়ার্দিওলা। তাঁর প্রশিক্ষণে রবিবার মরশুমের শেষ ম্যাচে ওয়েস্ট হ্যামকে হারিয়ে খেতাব নিশ্চিত করে ম্যাঞ্চেস্টার সিটি। ২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর গত আট বছরে এতিহাদের ক্লাবটিতে এটি তাঁর ষষ্ঠ লিগ খেতাব। শিরোপা জয়ের নিরিখে তিনি স্পর্শ করলেন লিভারপুলের বব পেইসলে ও অ্যাস্টন ভিলার জর্জ র‌্যামসেকে। এই তালিকায় অবশ্য সবার উপরে রয়েছেন স্যর অ্যালেক্স ফার্গুসন। তাঁর ঝুলিতে রয়েছে ১৩টি প্রিমিয়ার লিগ খেতাব। শুধু তাই নয়, আট বছরের মেয়াদে পেপ গুয়ার্দিওলার প্রশিক্ষণে ১৭টি মেজর ট্রফি জিতেছে সিটিজেনরা। তবে এবার থামতে চান স্প্যানিশ কোচ। ম্যান সিটির সঙ্গে আরও এক বছরের চুক্তি থাকলেও রবিবার খেতাব জয়ের পরই বিদায়ের ইঙ্গিত দিলেন ফোডেনদের হেড স্যর। জানালেন, ‘গত বছর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরই ভেবেছিলাম, সরে দাঁড়াব। তবে তখন সামনে একটা লক্ষ্য ছিল। প্রিমিয়ার লিগে এর আগে কোনও দল টানা চারবার খেতাব জেতেনি। তাই সেই কথা মাথায় রেখে নতুন উদ্যমে লড়াইয়ে নেমেছিলাম। কিন্তু এখন আর নতুন করে পাওয়ার কিছু নেই। আমি কিছুটা ক্লান্তও। নতুন করে মোটিভেশনের প্রয়োজন। ক্লাবের সঙ্গে আরও একবছর চুক্তি রয়েছে। সেই মতো হয়তো আরও কিছুদিন কাজ চালিয়ে যাব। তবে আট-নয় বছর ধরে দায়িত্ব সামলানোটা সত্যিই একঘেয়েমি ব্যাপার। দেখা যাক কী হয়!’
রবিবার প্রিমিয়ার লিগ শেষ হলেও চলতি মরশুমে আরও একটি ট্রফি জয়ের সুযোগ রয়েছে ম্যান সিটির সামনে। আগামী শনিবার এফএ কাপের ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে পেপ ব্রিগেড। সেই ট্রফি জিতলে টানা দ্বিতীয়বার ঘরোয়া ফুটবলে দ্বিমুকুট জয়ের নজির গড়বে সিটিজেনরা। তাই লিগ জয়ের খুশিতে ফুটবলারদের মধ্যে যাতে গাছাড়া মনোভাব চলে না আসে, সেদিকে নজর রাখছেন পেপ।
এদিকে, রবিবারই লিভারপুল কোচের পদে শেষ ম্যাচ ছিল জুরগনে ক্লপের। গত কয়েক বছর প্রিমিয়ার লিগে জার্মান কোচের সঙ্গে পেপ গুয়ার্দিওলার দ্বৈরথ এক আলাদা মাত্র যোগ করেছিল ইংলিশ ফুটবলে। বিদায়বেলায় ম্যান সিটি কোচের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ক্লপ। রবিবার সেই প্রসঙ্গ উঠতেই কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন গুয়ার্দিওলা। কথা বলার সময় গলা ধরে আসে তাঁর। তারই মধ্যে বললেন, ‘আমি ওকে খুবই মিস করব।’ কিছুক্ষণ চুপ থেকে যোগ করেন, ‘জুরগেন আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। প্রতিপক্ষ ডাগ-আউটে ওর উপস্থিতি আমাকে সবসময় নতুন কিছু করার তাগিদ জোগাত। ম্যান সিটিতে আমার যাবতীয় সাফল্যের পিছনে সেই রসায়নও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা একে অপরকে সম্মান করি। আশা করছি, মাঠের লড়াইয়ে আবারও আমাদের দেখা হবে।’
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা