খেলা

সম্প্রচারকারী চ্যানেলকে একহাত নিলেন রোহিত

নয়াদিল্লি: বিশ্বাসভঙ্গের জন্য আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলকে একহাত নিলেন রোহিত শর্মা। ম্যাচের দিনে বা ট্রেনিংয়ের ফাঁকে বন্ধু, সতীর্থদের সঙ্গে ক্রিকেটারদের একান্ত ব্যক্তিগত কথোপকথন রেকর্ডিং ও তা সম্প্রচার করার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন হিটম্যান। 
কিছুদিন আগে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে রোহিতের কথাবার্তার ভিডিও প্রকাশ্যে এসেছিল। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচবার ট্রফিজয়ী অধিনায়ক তা নিয়ে বিরক্ত। সেই ভিডিওতে নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজিতে তিনি আর থাকবেন কিনা সেই প্রসঙ্গেই আলোচনা করছিলেন রোহিত। এই প্রসঙ্গে এক পোস্টে তিনি লিখেছেন, ‘এখন ক্রিকেটারদের জীবনে বড্ড বেশি অনুপ্রবেশ চলছে। ক্যামেরায় প্রতিটি মুহূর্ত রেকর্ড করা হচ্ছে। বন্ধু ও সতীর্থদের সঙ্গে ব্যক্তিগত স্তরের প্রতিটা কথাবার্তা ধরা হচ্ছে ক্যামেরায়। স্টার স্পোর্টসকে তা রেকর্ড না করার অনুরোধও বিফলে যাচ্ছে। তার চেয়ে বড় ব্যাপার হল, তা সম্প্রচার করা হচ্ছে। এটা একপ্রকারের বিশ্বাসভঙ্গ। এভাবে এক্সক্লুসিভ করার তাগিদ ও ভিউ-এনগেজমেন্ট বাড়ানোর চেষ্টা হলে ক্রিকেটারদের সঙ্গে বিশ্বাসে দাঁড়ি পড়বে। আশা করব, এই ব্যাপারে শুভবুদ্ধি জাগ্রত হবে।’
অভিষেক নায়ারের সঙ্গে রোহিতের কথাবার্তার ভিডিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছিল কেকেআর। পরে বিতর্ক দেখা দেওয়ায় তা মুছে দেওয়া হয়। এই ঘটনার কিছুদিন পর লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের আগে ধবল কুলকার্নির সঙ্গে রোহিতের আড্ডাও রেকর্ড করা হয়। তিনি দু’হাত জড়ো করে অডিও বন্ধ করার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু তাতে কাজ হয়নি। সেই ভিডিও প্রকাশ্যে আসামাত্রও তা ভাইরাল হয়ে ওঠে। তাতে দেখা যায় রোহিত বলছেন, ‘ভাই, প্লিজ অডিও বন্ধ করো। এর আগেই একটা ভিডিওর জন্য অনেক ঝামেলা হয়েছে।’
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা