খেলা

আজ সামনে পাঞ্জাব, দ্বিতীয় স্থানে চোখ হায়দরাবাদের

হায়দরাবাদ: তিন বছর পর ফের আইপিএলের প্লে-অফে সানরাইজার্স হায়দরাবাদ। স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসে টগবগ করছেন প্যাট কামিন্সরা। তবে এখনই আত্মতুষ্ট হতে নারাজ কমলা ব্রিগেড। লক্ষ্য লিগ পর্বে দ্বিতীয় স্থান দখল। সেই আশা নিয়ে রবিবার উপ্পলে পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে হায়দরাবাদ। এই ম্যাচ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৪ ম্যাচে ১৭। আর রাজস্থান যদি কেকেআরের কাছে হেরে যায় তবে সঞ্জু স্যামসনদের টপকে দ্বিতীয় স্থানে পৌঁছবেন কামিন্সরা। সেক্ষেত্রে প্রথম কোয়ালিফায়ারে হারলেও ফাইনালে ওঠার জন্য এলিমিনেটরে খেলার সুযোগ থাকবে তাঁদের সামনে।
আইপিএলে শেষ তিনবারের মধ্যে দু’বার টেবিলের তলানিতে শেষ করেছিল হায়দরাবাদ। তবে ব্যর্থতা কাটাতে এবার ঢেলে দল সাজিয়েছে তারা। প্যাট কামিন্স, ট্রাভিস হেডের মতো তারকাদের নেওয়ার ফলও মিলেছে হাতেনাতে। চলতি আসরের সবচেয়ে ভয়ঙ্কর টিম হায়দরাবাদ। বিপক্ষ শিবিরের কাছে রীতিমতো ত্রাস হয়ে উঠেছেন দুই ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। গুজরাতের বিরুদ্ধে গত ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যায়। কিন্তু তার আগের ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে ১০ উইকেটে দলকে জেতান হেড- অভিষেক জুটি। এখনও পর্যন্ত ১১ ম্যাচে হেডের সংগ্রহ ৫৩৩। আর ১২ ম্যাচে অভিষেকের সংগ্রহ ৪০১। এছাড়া মিডল অর্ডারে ব্যাট হাতে ঝড় তুলতে সক্ষম হেনরিখ ক্লাসেন, নীতীশ রেড্ডি। বলাই বাহুল্য, এই চার ব্যাটারকে আটকাতে না পারলে পাঞ্জাবের কপালে দুঃখ রয়েছে। পাশাপাশি হায়দরাবাদের বোলিংয়ে ভরসা জোগাচ্ছেন প্যাট কামিন্স, ভুবনেশ্বর, নটরাজনরা। আলাদা করে প্রশংসা করতে হবে অধিনায়ক কামিন্সের। পুরো দলকে এক সুতোয় বেঁধে খেতাবের লক্ষ্যে এগচ্ছেন তিনি।
পক্ষান্তরে, ১৩ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে টেবিলে নবম স্থানে পাঞ্জাব। চলতি মরশুমের শুরু থেকেই ছন্নছাড়া দেখিয়েছে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজিকে। অধিনায়ক শিখর ধাওয়ানের চোট পেয়ে ছিটকে যাওয়াটা বড় ধাক্কা। দলকে ভরসা জোগাতে ব্যর্থ স্টপগ্যাপ অধিনায়ক স্যাম কারান। এই ম্যাচে তাঁকেও পাচ্ছে না পাঞ্জাব কিংস। টি-২০ বিশ্বকাপের জন্য ইংল্যান্ডে ফিরে গিয়েছেন স্যাম কারান, জনি বেয়ারস্টো। তাই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেবেন সম্ভবত জিতেশ শর্মা। এখন শেষ ম্যাচ জিতে সম্মানের সঙ্গে টুর্নামেন্ট শেষ করাই লক্ষ্য পাঞ্জাবের।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা