খেলা

চিন্নাস্বামীতে আজ মুখোমুখি বেঙ্গালুরু-চেন্নাই, ভিকে’র ফর্মই স্বপ্ন দেখাচ্ছে সমর্থকদের

বেঙ্গালুরু: প্লে-অফের টিকিট ইতিমধ্যে পাকা করেছে নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। বাকি একটি জায়গার জন্য শনিবার চিন্নাস্বামীতে মরণ-বাঁচন লড়াইয়ে নামছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হাইভোল্টেজ ম্যাচে জিতলেই শেষ চারে পৌঁছে যাবেন মহেন্দ্র সিং ধোনিরা। তবে বিরাট কোহলিদের ক্ষেত্রে শুধুমাত্র জয়ই যথেষ্ট নয়, মাথায় রাখতে হবে রান রেটের অঙ্কও। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে আরসিবি। রান রেট ০.৩৮৭। সমসংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সিএসকে। তাদের রান রেট ০.৪২৮। তাই গতবারের চ্যাম্পিয়নদের টপকে প্লে-অফে পৌঁছতে হলে অন্তত ১৮ রানে কিংবা ১১ বল বাকি থাকতে জিততে হবে বেঙ্গালুরুকে। আর সেই কঠিন লড়াইয়ে সমর্থকদের মনে ভরসা জোগাচ্ছে বিরাটের দুরন্ত ফর্ম। সঙ্গে থাকছে ঘরের মাঠের সুবিধা। তবে ধোনি-বিরাট দ্বৈরথে বাদ সাধতে পারে বৃষ্টি। ম্যাচ ভেস্তে গেলে সরাসরি শেষ চারে পৌঁছে যাবে হলুদ-ব্রিগেড।
পরিসংখ্যান বলছে, চিন্নাস্বামীতে বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষ আট ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে চেন্নাই। তবে শনিবার চাকা ঘোরাতে মরিয়া কোহলি-ডু’প্লেসিরা। প্রথম আট ম্যাচের সাতটিতে হেরে টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে যেতে বসেছিলেন তাঁরা। তারপর ধ্বংসস্তুপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে আরসিবি। টানা পাঁচ ম্যাচ জিতে প্লে-অফের লড়াইয়ে ফিরে এসেছেন কোহলির। জয়ের ডাবল হ্যাটট্রিকে লক্ষ্যপূরণে বদ্ধপরিকর তারা। দলের ব্যাটিং স্তম্ভ বিরাট রয়েছেন দুরন্ত ছন্দে। কমলা টুপিও এখন তাঁর মাথায়। এখনও পর্যন্ত ১৩ ম্যাচে ভিকে’র সংগ্রহ ৬৬১ রান। শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। বলাই বাহুল্য, ধোনিদের বিরুদ্ধে লড়াইয়ে আরও একবার বিরাটের জ্বলে ওঠার অপেক্ষায় বেঙ্গালুরু সমর্থকরা। পাশাপাশি ছন্দে রয়েছেন রজত পাতিদার ও ক্যামেরন গ্রিন। ক্যাপ্টেন ডু’প্লেসি অবশ্য শেষ দুই ম্যাচে বড় রান পাননি। ফিনিশারের ভূমিকায় রয়েছেন দীনেশ কার্তিক। আরবিসির বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন যশ দয়াল। এছাড়া লকি ফার্গুসন, মহম্মদ সিরাজরাও ফর্মে ফিরেছেন। স্পিন বিভাগে ভরসা জোগাচ্ছেন স্বপ্নিল সিং। 
পক্ষান্তরে, চেন্নাই সুপার কিংস সম্প্রতি ধারাবাহিকতার অভাবে ভুগছে। শেষ পাঁচ ম্যাচের দু’টিতে হেরেছে তারা। তবে শনিবার মরণ-বাঁচন ম্যাচে সেরাটা উজাড় করে দিতে মরিয়া হলুদ-ব্রিগেড। ধোনির মগজাস্ত্রে বিরাটকে আটকানোর ছক কষছে সিএসকে। জাতীয় দলে মাহির নেতৃত্বেই উত্থান ঘটেছিল ভিকে’র। এক সময়ের সতীর্থের শক্তি-দুর্বলতা ভালোমতোই জানেন মাহি।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা