খেলা

ব্যাটিং উপভোগ করছেন ট্রাভিস

নয়াদিল্লি: টানা চার ম্যাচে জয়। সার্বিকভাবে, সাত ম্যাচের পর পকেটে ১০ পয়েন্ট। আইপিএলে রীতিমতো ঝড় তুলেছে সানরাইজার্স হায়দরাবাদ। ট্রাভিস হেড, অভিষেক শর্মার বিস্ফোরক ওপেনিং জুটি নিয়ে জোর চর্চা ক্রিকেট মহলে। হবে না-ই বা কেন? শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাত্র ৩২ বলে ৮৯ রান করেন হেড। বাঁহাতি অভিষেকের সংগ্রহ ১২ বলে ৪৬ রান। টুর্নামেন্ট শুরুর আগেই ভারতীয় অলরাউন্ডারকে বড় সার্টিফিকেট দেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিংস। পারফরম্যান্সে স্পষ্ট, অভিষেক লম্বা রেসের ঘোড়া। শুধু তাই নয়। হেনরিখ ক্লাসেন, নীতীশ রেড্ডিও ছন্দে রয়েছেন। চারটি ম্যাচে দুশোর বেশি রান করেছেন হায়দরাবাদ ব্যাটাররা। সাফল্যের রহস্য ঠিক কী? অজি ওপেনার হেডের মন্তব্য, ‘ব্যাটিং দারুণভাবে উপভোগ করছি। টানা জেতায় দল এখন বাড়তি আত্মবিশ্বাসী।’ উল্লেখ্য, বিশ্বকাপ ফাইনালে রোহিত ব্রিগেডের বিরুদ্ধে অনবদ্য শতরান করেন হেড। আইপিএলেও সেই ছন্দেই রান করছেন। উপমহাদেশের পাটা পিচে তিনি কতটা ভয়ঙ্কর তা বারেবারে প্রমাণিত। 
নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজিকে চলতি আইপিএলে কালো ঘোড়া দেখাচ্ছে। এর নেপথ্য কারিগর হিসাবে থিঙ্কট্যাঙ্কের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কোচ ড্যানিয়েল ভেত্তোরি লো প্রোফাইলে থাকতে পছন্দ করেন। তবে প্রাক্তন কিউই ক্রিকেটার ধূর্ত স্ট্র্যাটেজিস্ট। প্যাট কামিংসের নেতৃত্বেও বাড়তি উদ্বুদ্ধ দেখাচ্ছে জুনিয়র ব্রিগেডকে। হেড বলেছেন, ‘টিম স্পিরিট এই দলের সম্পদ। ড্রেসিং-রুমের পরিবেশও অসাধারণ।’ নিখুঁত পরিকল্পনাতেও বাজিমাত করছে হায়দরাবাদ। দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব যেমন শনিবার কোটলায় চার উইকেট নেন। তবে তা সত্ত্বেও চায়নাম্যানের চার ওভারে ওঠে ৫৫ রান। অভিষেকের মন্তব্য, ‘কুলদীপ বিপক্ষের সেরা বোলার। ম্যাচের আগে ওর বোলিংয়ের ভিডিও দেখে প্রস্তুতি নিয়েছি আমরা।’ তবে হাফ-সেঞ্চুরি মিসের জন্য আপশোস রয়েছে তাঁর। মেন্টর যুবরাজ সিংয়ের কাছে বকাবকি শুনতে হবে বলেও মনে করছেন অভিষেক। তিনি বলেছেন, ‘উনি নিশ্চয় হতাশ। সবসময় চান আমি যেন লম্বা সময় ধরে ব্যাট করি। আমি চেষ্টায় কসুর রাখছি না।’ জানা গিয়েছে, কোচিং টিমে মুত্থাইয়া মুরলীথরনের উপস্থিতিও বড় ফ্যাক্টর। সবমিলিয়ে চলতি আইপিএলে সমীহ আদায় করে নিয়েছে হায়দরাবাদ। 
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা