খেলা

আজ ঋষভদের সামনে হায়দরাবাদ
 

নয়াদিল্লি: ঘরে ফিরছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের চলতি আসরে শনিবারই প্রথম নিজের শহরে খেলবে তারা। রাজধানীতে ঋষভ পন্থদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এর আগে বিশাখাপত্তনমে দুটো ‘হোম ম্যাচ’ খেলেছিল দিল্লি। মহিলাদের প্রিমিয়ার লিগের পর কোটলার বাইশ গজকে বিশ্রাম দেওয়ার জন্যই ছিল সেই উদ্যোগ। এবার যথার্থই ‘হোম’-এ ফিরছে তারা। অধিনায়ক ঋষভের কাছে এই প্রত্যাবর্তন আরও বেশি আবেগের। কারণ, নতুনভাবে সেজে ওঠা এই স্টেডিয়ামে এখনও তিনি খেলেননি। শেষবার যখন খেলা দেখতে এসেছিলেন তখন ক্রাচের সাহায্য নিয়ে হাঁটতে হতো তাঁকে। দুর্ঘটনার পর অভিশপ্ত দিনগুলো পিছনে ফেলে তিনি অবশ্য এখন আগের ছন্দে। 
দিল্লিও টানা পরাজয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে। শেষ দুই ম্যাচে লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে এসেছে জয়। সাত ম্যাচের তিনটিতে জিতে ষষ্ঠ স্থানে রয়েছে তারা। সানরাইজার্সের অবস্থান অবশ্য তুলনায় ভালো। একটা ম্যাচ কম খেলে তাদের পকেটে ৮ পয়েন্ট। চতুর্থ স্থানে রয়েছে প্যাট কামিন্সের দল। তবে তার চেয়েও তাৎপর্যের হল, আক্রমণাত্মক ব্যাটিংয়ের নতুন ধারাই যেন মেলে ধরেছে কমলা জার্সিধারীরা। চলতি আইপিএলে ২৭৭ রানের পর ২৮৭ তুলে নিজেদের রেকর্ডই উন্নীত করেছে তারা।
কামিন্সের দলের দুই ওপেনারই বিস্ফোরক। ট্রাভিস হেডের নামের পাশে ২৩৫ রান। গত ম্যাচে ৩৯ বলে শতরান করেন তিনি। সঙ্গী অভিষেক শর্মাও মারমুখী মেজাজে করেছেন ২১১। হেনরিখ ক্লাসেন, আইডেন মার্করামরাও ঝড় তুলতে ওস্তাদ। ফলে দিল্লির বোলারদের সামনে কঠিন পরীক্ষা। কোটলা এমনিতেও ছোট মাঠ। ইশান্ত শর্মা, খলিল আহমেদ, মুকেশ কুমারদের পক্ষে সহজ হবে না বিপক্ষকে বশে রাখা। তবে চায়নাম্যান বোলার কুলদীপ যাদব হয়ে উঠতে পারেন তুরুপের তাস। স্পিন বিভাগে তাঁর সঙ্গী অক্ষর প্যাটেল। 
দিল্লির ব্যাটিংয়ের বড় ভরসা ডেভিড ওয়ার্নারের চোট রয়েছে। গুজরাতের বিরুদ্ধে বাঁ হাতি ওপেনার খেলেননি। তবে তরুণ জেক ফ্রেজার-ম্যাকগার্ক নজর কেড়েছেন স্ট্রোকের ফুলঝুরিতে। এছাড়া ঋষভ (২১০), ট্রিস্টান স্টাবস (১৮৯), পৃথ্বী সাউ (১৫৮) আছেন রানের মধ্যে। সানরাইজার্সের বোলিংকে খুব একটা তীক্ষ্ণ দেখাচ্ছে না। অধিনায়ক কামিন্স ওভারপ্রতি আটের কম রান দিলেও ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাটদের ইকনমি রেট দশের বেশি। দুই স্পিনার মায়াঙ্ক মারকাণ্ডে ও শাহবাজ আহমেদের দশা আরও খারাপ। এই পরিস্থিতিতে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয় কিনা, সেটাই দেখার।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা