খেলা

হাবাসকে ছাড়াই সেমি-ফাইনালের প্র্যাকটিস শুরু করল মোহন বাগান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গলায় সবুজ-মেরুন উত্তরীয়। যুবভারতীর প্র্যাকটিস মাঠের বাইরে ঠায় দাঁড়িয়ে এক খুদে সমর্থক। বাড়ি ফেরার সময় দত্তাবাদের সেই আমন দাসকে দেখে ই-স্কুটার থামিয়ে দাঁড়িয়ে পড়লেন দিমিত্রি পেত্রাতোস। প্রিয় নায়কের সঙ্গে সেলফি তুলে আমনও বেজায় খুশি। চওড়া হেসে, ‘জয় মোহন বাগান’ স্লোগান তুলে স্কুটারের গতি বাড়ালেন অজি তারকা। আসলে মোহন বাগান সমর্থকদের সঙ্গে দিমিত্রি পেত্রাতোসের দারুণ বন্ডিং। অবসরে যুবভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন দত্তাবাদের মাঠে কচিকাঁচাদের সঙ্গে ফুটবল খেলেন তিনি। সামাজিক মাধ্যমে সেই ছবি ভাইরাল। খুদে সমর্থকদের দিমির বন্ধুত্ব জমজমাট। নিজের দামি বুট তাদের উপহার দিয়েছেন মোহন বাগান জনতার হার্টথ্রব। আর পালতোলা নৌকোকে তাঁর উপহার লিগ-শিল্ড। একটা ব্যারিকেড টপকানো হয়েছে। আইএসএল ট্রফি জয় এখনও বাকি। সেই লক্ষ্যেই  শুক্রবার প্রস্তুতি শুরু করল সবুজ-মেরুন ব্রিগেড।
গত সোমবার মুম্বইকে হারিয়ে শিল্ডের শিরোপা জেতে হাবাস ব্রিগেড। ক্লান্ত ফুটবলারদের তরতাজা রাখতে বিশ্রাম দেয় টিম ম্যানেজমেন্ট। তিনদিন ছুটি কাটিয়ে মাঠে ফিরলেন কামিংস, সাদিকুরা। তবে আসেননি আন্তোনিও লোপেজ হাবাস। সূত্রের খবর, হোটেলেই বিশ্রাম নিয়েছেন তিনি। প্রবল গরম,  পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তার উপর অসুস্থ হাবাস বেশ কাহিল। তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ থিঙ্কট্যাঙ্ক। পুরো সুস্থ হাবাসকে ডাগ-আউটে বসাতে মরিয়া গোটা শিবির। অনুশীলনে অনুপস্থিত থাকলেও অভিজ্ঞ কোচই এই দলের ব্যান্ডমাস্টার। তাঁর নির্দেশ মেনেই অনুশীলন করালেন সহকারী ম্যানুয়েল। উল্লেখ্য, চেন্নাইয়ান ও পাঞ্জাবের বিরুদ্ধে তিনিই দায়িত্ব সামলান।
ক্লোজড ডোর নীতি হাবাসের পছন্দ। ম্যানুয়েলও ব্যতিক্রম নন। কালো কাপড়ে ঘেরা মাঠেই প্রায় দেড় ঘণ্টা অনুশীলন সারলেন সাদিকুরা। কেরালাইট ফুটবলার সাহাল আব্দুল সামাদকে ফিট করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন ফিজিও। শুক্রবার আলাদাভাবে রিহ্যাব করলেন তিনি। সূত্রের খবর, সাহাল আগের চেয়ে ফিট। শনিবার বল পায়ে অনুশীলনে নামতে পারেন। নক-আউট ম্যাচে তাঁকে প্রয়োজন। মরশুমে শেষদিকে ছন্দে ফিরেছেন অনিরুদ্ধ থাপা। আক্রমণাত্মক মিডিও সাহাল স্কোয়াডে ফিরলে লাভবান হবে সবুজ-মেরুন ব্রিগেড।
একই মরশুমে শিল্ড ও আইএসএল ট্রফি জয়ের নজির রয়েছে মুম্বইয়ের। এবার সেখানেও ভাগ বসাতে তৈরি পালতোলা নৌকো। আগামী ২৩ এপ্রিল অ্যাওয়ে সেমি-ফাইনাল খেলবেম বিশাল, কামিংসরা। যুবভারতীতে দ্বিতীয় লেগ ২৮ মার্চ।  অনলাইনে টিকিট বিক্রি জোরকদমে চলেছে। কর্তারা আশাবাদী এবারও হাউসফুল হবে যুবভারতী।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা