খেলা

গুজরাতকে আজ হারাতে মরিয়া দিল্লি

আমেদাবাদ: ছয়টি খেলে দু’টি জয় চারটিতে হার। দশ দলের টুর্নামেন্টে নবম স্থানে দিল্লি ক্যাপিটালস। এই পরিস্থিতিতে বুধবার মোতেরায় গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামছেন ঋষভ পন্থরা। এই ম্যাচটি জিততে না পারলে প্লে-অফে ওঠার সম্ভাবনা আরও কমবে দিল্লির। তাই ঘুরে দাঁড়াতে মরিয়া রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি।
গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ বলে নাটকীয় জয় গুজরাত টাইটান্সকে অক্সিজেন জুগিয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে পয়েন্ট তালিকায় অবস্থান আরও মজবুত করতে চান শুভমান গিলরা। ছ’টি খেলে তাঁরা জিতেছেন তিনটি, হেরেছেন সমসংখ্যক ম্যাচে। ঘরের মাঠে দু’পয়েন্ট ছিনিয়ে নিতে পারলে গুজরাত কিন্তু প্লে-অফের দৌড়ে দারুণভাবেই থাকবে।
দুই দলের ব্যাটিং খুবই শক্তিশালী। দিল্লির যেমন শুরুতে পৃথ্বী সাউয়ের সঙ্গে ডেভিড ওয়ার্নার। দু’জনেই ঝোড়ো ব্যাটিংয়ের জন্য পরিচিত। জ্যাক ফ্রেজারের আগমন দিল্লির ব্যাটিংয়ে ভারসাম্য এনেছে। তরুণ এই ক্রিকেটারটি গত ম্যাচে হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। মিডল অর্ডারে ক্যাপ্টেন ঋষভ আছেন, যিনি সুস্থ হয়ে মাঠে ফেরার পর দুরন্ত ফর্মে। সেই সঙ্গে স্টাবসকেও খেলানো হচ্ছে নিয়মিত। সাই হোপের অন্তর্ভুক্তি লোয়ার মিডল অর্ডারকে শক্তিশালী করেছে। বোলিংয়ে দিল্লির ভরসা মূলত ভারতীয় ক্রিকেটাররাই। নতুন বলে খলিল আহমেদের সঙ্গী হচ্ছেন বর্ষীয়ান ইশান্ত শর্মা। তৃতীয় পেসার হিসেবে খেলানো হতে পারে মুকেশ কুমারকে। দুই স্পিনার সম্ভবত কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল।
গত ম্যাচে রাজস্থানকে হারালেও গুজরাতের ব্যাটিং তেমন মজবুত নয়। বলা ভালো, অধিনায়ক গিলের উপর অনেক বেশি নির্ভরশীল। গত কয়েকটি ম্যাচে রণকৌশলও বদলেছে তারা। ঋদ্ধিমান সাহাকে বসিয়ে গিলের সঙ্গে ওপেন করানো হচ্ছে সাই সুদর্শনকে। অবশেষে সুযোগ পেলেও ম্যাথু ওয়েড ছন্দ হাতছাড়াচ্ছেন। অগত্যা মিডল অর্ডারে অভিনব মনোহর, বিজয় শঙ্করেরর মতো মধ্যমানের ক্রিকেটারদের উপরই ভরসা রাখতে হবে। রাহুল তেওয়াটিয়া অবশ্য আচমকা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ব্যাপারে পটু। 
মোতেরার বাউন্ডারি একটু বড়। সেক্ষেত্রে স্পিনাররা সুবিধা পাবেন। তাই অলরাউন্ডার রশিদ খানের ভূমিকা হবে খুবই গুরুত্বপূর্ণ। পেস আক্রমণে মোহিত শর্মার সঙ্গে উমেশ যাদবকেও দেখা যেতে পারে।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা