খেলা

মানসিক অবসাদে আইপিএল থেকে ‘বিশ্রাম’ ম্যাক্সওয়েলের

বেঙ্গালুরু: বড় ধাক্কা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে। ক্রমাগত ব্যর্থতার জেরে মানসিক অবসাদ গ্রাস করেছে গ্লেন ম্যাক্সওয়েলকে। চাঙ্গা হতে চলতি আইপিএল থেকে আপাতত ‘বিশ্রাম’ নিলেন অজি তারকা। চলতি আসরে একেবারেই ফর্মে নেই এই অভিজ্ঞ অলরাউন্ডার। তাই ম্যাক্সওয়েল নিজেই ক্যাপ্টেন ফাফ ডু’প্লেসিকে বলেছেন তাঁর জায়গায় অন্য কাউকে খেলাতে।
সোমবার সানরাইজার্সের বিরুদ্ধেও খেলেননি ম্যাক্সওয়েল। কারণ হিসেবে বলা হয়েছিল, তাঁর আঙুলে চোট রয়েছে। তবে আসল বিষয় সেটা নয়। ম্যাক্সওয়েল নাকি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। তাই ক্রিকেট থেকে কিছু দিনের জন্য বিরতি চেয়েছেন তিনি। ম্যাক্সওয়েল বলেন, ‘ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্ত আমার কাছে খুব এখটা কঠিন ছিল না। আমি নিজে গিয়েই ফাফ ও কোচকে বিষয়টি জানাই। মিডল অর্ডারে দলকে আমি ভরসা দিতে পারিনি। তার ফলে পাওয়ার প্লে-র পরই একটা ঘাটতি তৈরি হচ্ছে। দলও একেবোরে ছন্দে নেই। পয়েন্ট তালিকার তলানিতে থাকাই তার প্রমাণ। এই অবস্থায় আমার জায়গায় অন্য কেউ যদি সেই ঘাটতি মেটাতে পারে তবে দলেরই লাভ হবে।’
মানসিক সমস্যার কারণে অতীতেও ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। সম্প্রতি ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই তিনি। ৬ ম্যাচে ৫.৩৩ গড়ে তাঁর সংগ্রহ মাত্র ৩২। আইপিএলের পরেই টি-২০ বিশ্বকাপের আসর বসবে। বলাই বাহুল্য, মেগা আসরে জাতীয় দল থেকে বাদ পড়ার শঙ্কায় চাপ বেড়েছে তাঁর। ম্যাক্সওয়েলের কথায়, ‘চলতি আইপিএলের শুরুটা ভালো হয়নি। তবে খুব খারাপ শট খেলে যে আউট হয়েছি, তেমনটাও নয়। আসলে ভাগ্য সহায় ছিল না।’ মানসিক দৃঢ়তার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘অতীতে এমন পরিস্থিতিতে খেলা চালিয়ে নিজের ক্ষতি করেছি। মানসিকভাবে আরও ভেঙে পড়েছিলাম। এবার সেই ভুল করতে চাই না। কয়েকটা দিন বিরতি নেব। তারপর যদি প্রয়োজন পড়ে তাহলে ফিট হয়ে দলের স্বার্থে ফের আপিএলে ফিরব।’
ম্যাক্সওয়েলের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন রিকি পন্টিং। দিল্লি ক্যাপিটালসের কোচ বলেন, ‘আরসিবি-র অন্যতম তারকা ক্রিকেটার ম্যাক্সওয়েল। স্বাভাবিকভাবেই ওর উপর প্রত্যাশা বেশি থাকে। তা পূরণ করতে না পারলে চাপ বাড়ে। আমার মতে, ও সঠিক সিদ্ধান্তই নিয়েছে।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা