খেলা

আরসিবি’কে বিক্রির পরামর্শ মহেশ ভূপতির

বেঙ্গালুরু: টানা পঞ্চম পরাজয়। সাত ম্যাচে জয় মাত্র একটিতে। পকেটে ২ পয়েন্ট নিয়ে অবস্থান সবার শেষে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল অভিযান কার্যত মুখ থুবড়ে পড়েছে। একবারও ট্রফি জিততে না পারা এই ফ্র্যাঞ্চাইজির দিকে ধেয়ে আসছে সমালোচনার ঢেউ। প্রাক্তন টেনিস তারকা মহেশ ভূপতি যেমন আক্ষেপের সুরে আরসিবি’কে বিক্রি করে দেওয়ার পরামর্শ দিয়েছেন। একের পর এক আসরের ব্যর্থতা রীতিমতো ধাক্কা দিয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ভূপতি পোস্ট করেছেন, ‘ক্রিকেটের স্বার্থে, বিশেষ করে আইপিএল ও সমর্থকদের কথা মাথায় রেখে বিসিসিআই-এর উচিত আরসিবি’কে বিক্রি করে দেওয়া। নতুন কোনও মালিক দলটা নিলে সবারই মঙ্গল। তখন অন্য দলগুলোর মতো তারাও যত্নশীল হবে ভারসাম্যযুক্ত একটা স্কোয়াড গড়তে।’ উল্লেখ্য, আইপিএলের জন্মলগ্ন থেকে খেলেও কখনও ট্রফি জিততে পারেননি বিরাট কোহলিরা। মহিলাদের প্রিমিয়ার লিগে আরসিবি চ্যাম্পিয়ন হওয়ায় এবার প্রত্যাশার পারদ চড়েছিল। কিন্তু প্রতিবারের মতোই সমর্থকদের হতাশা উপহার দিয়েছেন ডু’প্লেসি, ম্যাক্সওয়েলরা। 
তবে এই আবহেও হাল ছাড়তে নারাজ আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। সানরাইজার্স হায়দরাবাদের কাছে ২৫ রানে পরাজয়ের পর ফ্লাওয়ার বলেছেন, ‘আমাদের কাছে এখন প্রতিটা ম্যাচই নক-আউট। সেমি-ফাইনাল হিসেবেই দেখছি। এমন পরিস্থিতিতে বিশ্বাস থাকা জরুরি যে, আমরা শক্তিশালী পারফরম্যান্স মেলে ধরতে পারব।’ সোমবার চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স প্রথমে ব্যাট করে তিন উইকেটে তোলে ২৮৭। জবাবে সাত উইকেটে ২৬২ রানে থামে আরসিবি। ফ্লাওয়ারের কথায়, ‘সানরাইজার্সের ইনিংস শেষ হওয়ার পরই আমরা বিহ্বল হয়ে পড়ি। অবশ্য তার পরও ব্যাট হাতে ছেলেরা যে লড়াই করেছে, তার জন্য গর্বিত।’ ৩৫ বলে ৮৩ রানের দুরন্ত ইনিংসের জন্য আলাদা করে দীনেশ কার্তিকের প্রশংসা করেছেন ফ্লাওয়ার। তাঁর মতে, ‘যেভাবে খেলছে তাতে ভারতের টি-২০ বিশ্বকাপের দলে আসতেই পারে কার্তিক। ফিল্ডিংয়েও যথেষ্ট ক্ষিপ্র লাগছে ওকে।’
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা