খেলা

 হার্দিকের বোলিংয়ে খুশি নন নির্বাচকরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জুনে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। এবার যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করবেন আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। কিছুদিনের মধ্যেই বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড আইসিসি’কে পাঠিয়ে দিতে হবে। তাই আইপিএলের মধ্যেই দল নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছিল মুম্বই ও চেন্নাই ম্যাচ। সেখানে উপস্থিতি ছিলেন নির্বাচক প্রধান অজিত আগরকর। সূত্রের খবর, ম্যাচের আগে তিনি নাকি টি-২০ বিশ্বকাপের দল নিয়ে কথা বলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় ও ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে। বৈঠক হয় বোর্ডের হেডকোয়ার্টারে। মোটামুটি দল তৈরি। কয়েকটি পজিশন নিয়ে আলোচনা চলছে। যার মধ্যে রয়েছেন হার্দিক পান্ডিয়াও।
বোলিং অলরাউন্ডার হিসেবে তাঁকে বিশ্বকাপে পাঠাতে চায় টিম ম্যানেজমেন্ট। কিন্তু চোট সারিয়ে ফেরার পর আইপিএলে এখনও অবধি হার্দিকের পারফরম্যান্স পাতে দেওয়ার মতো নয়। রবিবারের ম্যাচে অন্তিম ওভারে ধোনি তাঁর বিরুদ্ধে তিনটি ছক্কা হাঁকিয়েছিলেন। তার জন্য প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ককে। চলতি আইপিএলে একেবারেই ছন্দে নেই হার্দিক। ছয় ইনিংসে ২৬.২৯ গড়ে তাঁর সংগ্রহ ১৩১ রান। ১১ ওভার হাত ঘুরিয়ে তিনি নিয়েছেন ৩ উইকেট। ইকনমি রেট ১২। ব্যাট হাতেও ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ তিনি। তবে হার্দিককে নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অভিজ্ঞতার নিরিখে তিনি বিশ্বকাপ দলে থেকে যাবেন বলে মনে করা হচ্ছে। আলোচনায় উঠেছে শিবম দুবের নামও। এছাড়া সঞ্জু স্যামসনের পারফরম্যান্সেও খুশি নির্বাচকমণ্ডলী।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা