বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

জয়ের ছন্দ ধরে রাখাই লক্ষ্য বার্সেলোনার

বার্সেলোনা: ৯ ডিসেম্বর, ২০২১। বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘটে বার্সেলোনার। মাত্র চার ম্যাচ আগে দলের দায়িত্ব নিয়েও ব্যর্থতার দায় কাঁধে নিয়ে কোচ জাভি জানিয়েছিলেন, এখান থেকে নতুন পথ চলা শুরু। প্রাক্তন মিডফিল্ড জেনারেলের প্রশিক্ষণে পরের মরশুমে লা লিগা খেতাব ঘরে তোলে বার্সা। তবে চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতা পিছু ছাড়েনি। টানা দ্বিতীয়বারের জন্য গ্রুপ পর্ব থেকেই বিদায় নেন রবার্ট লিওয়ানডস্কিরা। চলতি মরশুমের শুরুতেও তাঁদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব ছিল সুস্পষ্ট। তাই দলে পরিবর্তন আনতে মরশুম শেষে দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা করেন জাভি। তবে বার্সার ঘরের ছেলের এই সিদ্ধান্ত কোথাও যেন চাগিয়ে তোলে গোটা দলকে। শেষ ১০ ম্যাচের মধ্যে আটটিতে জিতে লা লিগায় খেতাবি লড়াইয়ে প্রবলভাবে ফিরে আসে ক্যাম্প ন্যুয়ের ক্লাবটি। একইসঙ্গে পাঁচ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ওঠার হাতছানি বার্সার সামনে। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে পিএসজি’কে ৩-২ গোলে হারিয়ে সেমি-ফাইনালের পথে এক পা বাড়িয়ে রেখেছেন রাফিনহারা। মঙ্গলবার ঘরের মাঠে সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য জাভি ব্রিগেডের। তবে আত্মতুষ্টির ব্যাপারে যথেষ্ট সতর্ক বার্সা কোচ। মাটিতে পা রেখে ঘরের মাঠে জিতে সেমি-ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া লিওয়ানডস্কিরা।
চলতি মরশুমের শুরু থেকেই চোট-আঘাতে ভুগতে হয় বার্সাকে। পরিস্থিতি সামাল দিতে অ্যাকাডেমির একঝাঁক তরুণ ফুটবলারের উপর আস্থা রাখেন কোচ জাভি। মরশুমের শেষ পর্বে এসে তাঁরাই এখন দলের সম্পদ হয়ে উঠেছেন। উল্লেখ্য, প্রথম লেগে রাফিনহার জোড়া লক্ষ্যভেদের পাশাপাশি পরিবর্ত হিসেবে মাঠে নেমে স্কোরশিটে নাম তুলেছিলেন ক্রিশ্চিয়ানসেন। 
এদিকে, ইউরোপ সেরার লক্ষ্যে গত কয়েক বছর টাকার থলি নিয়ে  দল সাজিয়েছিলেন পিএসজি কর্ণধার নাসের আল খেলাফি। পরিস্থিতি যা, আরও একবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন অধরাই থাকতে চলেছে পিএসজি’র। 
অপর ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে চ্যালেঞ্জ ছুড়তে তৈরি বরুসিয়া ডর্টমুন্ড। প্রথম পর্বে ডিয়েগো সিমিওনের দলের কাছে ১-২ গোলে হার মানে জার্মান জায়ান্টরা। ঘরের মাঠে প্রথমার্ধেই রডরিগো ডি’পল ও স্যামুয়েল লিনোর গোলে এগিয়ে যায় আতলেতিকো। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরেও শেষরক্ষা হয়নি ডর্টমুন্ডের। ফিরতি লেগে হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে মরিয়া এডিন টারজিকের দল।
দু’টি ম্যাচই শুরু রাত ১২-৩০ মিনিটে।  সরাসরি সোনি স্পোর্টস চ্যানেলে।

16th     April,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ