খেলা

ঘরের মাঠে মুম্বইকে টেক্কা দিতে তৈরি উজ্জীবিত মোহন বাগান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার সন্ধ্যা। যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস মাঠে জ্বলে উঠেছে ফ্লাডলাইট। দুধসাদা গাড়ি থেকে নেমে এলেন আন্তোনিও লোপেজ হাবাস। স্প্যানিশ কোচের চোখেমুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। অসুস্থতার কারণে দীর্ঘদিন ডাগ-আউটে নেই তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচের আগে মাঠে ফিরলেন অভিজ্ঞ কোচ। ‘কেমন আছেন?’ এক শুভানুধ্যায়ীর প্রশ্নে তাঁর উত্তর, ‘ফাইন’। অনুশীলনে এলেও হাবাস অবশ্য ট্রেনিং করাননি। সহকারী কোচ আর এক শীর্ষকর্তার সঙ্গে আলোচনার পর সাইডলাইন থেকে পরখ করে নিলেন দলকে। রাতে মোহন বাগান ম্যানেজমেন্টের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ররিবার সাংবাদিক সম্মেলনে থাকবেন হাবাসের ডেপুটি ম্যানুয়েল। সোমবার যুদ্ধের আগে সেনাপতিকে নিয়ে ধোঁয়াশা অব্যাহত। আগুনে ম্যাচের আগে সাহাল আব্দুল সামাদকে নিয়েও অস্বস্তিতে ম্যানেজমেন্ট। কেরালাইট ফুটবলার অনুশীলনে এলেও জড়তা স্পষ্ট। মুম্বইয়ের বিরুদ্ধে অনিশ্চিত তিনি। উল্লেখ্য, জাতীয় দলের শিবিরে পেশিতে চোট পান এই কেরালাইট ফুটবলার। 
লিগ-শিল্ড জিতবে কে? কোটি টাকার উত্তর লুকিয়ে সোমবারের যুবভারতীতে। মোহন বাগান বনাম মুম্বই ম্যাচ কার্যত আইএসএলের এল ক্লাসিকো। ম্যাচ জিতলে খেতাব নিশ্চিত দিমিত্রিদের। অন্যথায় শিল্ড পাড়ি দেবে মুম্বই স্পোর্টস এরিনায়। দু’দলের আসল শক্তি মাঝমাঠ। ব্যাটল অব মিডফিল্ডে  ছাংতে, বিপিন, নাগুয়েরাদের টেক্কা দিতে মুখিয়ে পালতোলা নৌকো। শনিবার ক্লোজড ডোর অনুশীলনে ব্লু প্রিন্ট তৈরি শুরু করে দিল হাবাস ব্রিগেড। কালো কাপড় আর বাউন্সারের ফাঁক গলে মাছি গলার জো নেই। সূত্রের খবর, বেঙ্গালুরু ম্যাচের উইনিং কম্বিনেশন বদলের সম্ভাবনা কম। কার্ড সমস্যা মিটিয়ে ফিরতে পারেন দীপক টাংরি। প্রতিপক্ষের মাঝমাঠ ভাঙতে টাফ ট্যাকলার টাংরি টোটকা হতে পারেন।  হাবাস ব্রিগেডের মতো মুম্বইও আক্রমণাত্মক ফুটবলে বিশ্বাসী। উইং থেকে অপারেট করেন ছাংতে। তাই শুভাশিস ও আনোয়ারকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দেশের সর্বাধিক বাজেটের দুই দলের টক্কর আদতে স্টার ওয়ার। ম্যাচ নিয়ে তীব্র উন্মাদনা রয়েছে সমর্থকদের মধ্যে। যুবভারতীর বক্স অফিস ও ময়দানে ভরদুপুরেও টিকিট সংগ্রহের বিশাল লাইন দেখা যায়। কর্তাদের আশা, ষাট হাজার টিকিট উবে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা