খেলা

শেষ টেস্টেও সুযোগ পেতে পারেন রজত

ধরমশালা: এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ পকেটে পুরেছে ভারত। বিরাট কোহলি, লোকেশ রাহুলদের অনুপস্থিতিতে সুযোগের সদ্ব্যবহার করেছেন ধ্রুব জুরেল ও সরফরাজ খান। বল হাতে আকাশ দীপও নজর কেড়েছেন। ব্যতিক্রম কেবল রজত পাতিদার। মধ্যপ্রদেশের মিডল অর্ডার ব্যাটার একের পর এক সুযোগ নষ্ট করেছেন। এমন পরিস্থিতিতে অনেকে ধারণা, ধরমশালায় শেষ টেস্টে পাতিদারের পরিবর্তে হয়তো দেবদূত পাদিক্কালকে খেলানো হবে। কিন্তু বোর্ড সূত্রে খবর, শেষ টেস্টেও প্রথম একাদশে থাকতে পারেন রজত।
বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, ‘রজত পাতিদারের প্রতিভার উপর এখনও আস্থা রয়েছে টিম ম্যানেজমেন্টের। তাছাড়া ভারত ইতিমধ্যে সিরিজ পকেটে পুরে নিয়েছে। তাই আরও একটা ম্যাচে ওকে সুযোগ দেওয়া হতে পারে।’ বিরাট কোহলির পরিবর্ত হিসেবে ভারতীয় দলে ডাক পান ৩০ বছর বয়সি রজত। প্রথম টেস্টে সুযোগ পাননি মাঠে নামার। তবে দ্বিতীয় টেস্টে লোকেশ রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়ায় তাঁকে খেলানো হয়। আস্থার মর্যাদা রাখতে ব্যর্থ তিনি। শেষ তিনটি ম্যাচে তাঁর স্কোর যথাক্রমে ৩২, ৯, ৫, ০, ১৭, ০। তাই তাঁকে নিয়ে প্রশ্ন উঠছে। তবে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা এবি ডি’ভিলিয়ার্স ব্যাট ধরেছেন রজতের হয়ে। নিজের ইউটিউব চ্যানেলে আইপিএল দলের (আরসিবি) সতীর্থ সম্পর্কে তিনি বলেন, ‘রজতের সময়টা ভালো যাচ্ছে না। তা সত্ত্বেও ওকে ক্যাপ্টেন রোহিত তিনটি ম্যাচে খেলিয়েছে। ওর মধ্যে ভালো টেস্ট ব্যাটসম্যান হওয়ার গুণাবলি রয়েছে। আমার মতে, শেষ ম্যাচেও ওকে সুযোগ দেওয়া উচিত। ভারত সিরিজও জিতে গিয়েছে, তাই এই ঝুঁকিটা নেওয়া যেতেই পারে।’ সেই সঙ্গে ডি’ভিলিয়ার্স  বলেন, ‘ভারতীয় দলে বেশ কয়েকজন প্রতিভাবান তরুণকে এবার দেখলাম। যশস্বী ও ধ্রুব জুরেল মন জয় অল্প সময়েই। ওদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ।’ 
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা