খেলা

ঋষভের ফিট হয়ে ওঠা মস্তবড় সুবিধা: সৌরভ

নয়াদিল্লি: ঋষভ পন্থের আইপিএল খেলা নিয়ে আর কোনও সংশয় থাকছে না। মঙ্গলবার তাঁকে ফিট সার্টিফিকেট দেবে এনসিএ। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলি এই খবর জানিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ফিট হওয়ার জন্য সবকিছু করেছে ঋষভ। এনসিএ-র ক্লিয়ারেন্স পেতে তাই সমস্যা নেই। ৫ মার্চ ও ছাড়পত্র পেয়ে যাওয়ার পর দিল্লির নেতৃত্ব নিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর এক বছরেরও বেশি ক্রিকেটের বাইরে রয়েছেন ঋষভ। বেশ কয়েকবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। দীর্ঘদিন রিহ্যাবেও কাটিয়েছেন তিনি। সৌরভ তাই বলেছেন, ‘ওকে নিয়ে আমরা সতর্ক থাকছি। তাড়াহুড়ো করছি না একেবারেই। কারণ ওর সামনে লম্বা কেরিয়ার পড়ে রয়েছে। শুরুতে অতিরিক্ত চাপ দিলে ভুল হতে পারে। এনসিএ ছাড়পত্র দেওয়ার পর পন্থ যোগ দেবে ক্যাপিটালসের শিবিরে। প্রতিটা ম্যাচে ও কীভাবে এগয়, তা দেখতে হবে। আগে থেকে ওর পারফরম্যান্স নিয়ে ভবিষ্যদ্বাণী করতে পারছি না।’ প্রাক্তন ভারত অধিনায়কের মতে, ‘ঋষভের ফিট হয়ে ওঠা আমাদের কাছে মস্ত বড় সুবিধা। আশা করব, পুরো মরশুম খেলবে। ও হল ভেরি স্পেশাল প্লেয়ার। দলের কাছে ওর গুরুত্ব অপরিসীম।’
বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়া ঈশান কিষানকে নিয়েও মুখ খুলেছেন সৌরভ। তাঁর কথায়, ‘রাতারাতি ও খারাপ ক্রিকেটার হয়ে যায়নি। ঈশানের সঙ্গে বোর্ড সচিব জয় শাহ ও বোর্ড প্রেসিডেন্ট রজার বিন্নির কথা বলা দরকার।’ ঘরোয়া ক্রিকেটের গুরুত্বের কথা উঠে এসেছে তাঁর মুখে, ‘সাদা বলের সঙ্গে লাল বলের ক্রিকেটেও খেলা যায় সমান তালে। আবার প্রথম শ্রেণির ক্রিকেট খেলেও আইপিএল খেলা যায়। প্রথম শ্রেণির ক্রিকেট শেষ হওয়ার মাসখানেক পর আইপিএল শুরু হয়। তাই কোনও আসরেই খেলতে সমস্যা হওয়ার কথা নয়। আর ওয়ার্কলোড শব্দটা শুধু জোরে বোলারদের ক্ষেত্রেই খাটে। ব্যাটারদের কেন ওয়ার্কলোড নিয়ে ভাবতে হবে? তাছাড়া কেরিয়ারের শুরুতে তো এটা নিয়ে ভাবার কোনও প্রশ্নই ওঠে না।’
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা