খেলা

বাংলাতেই বড় ম্যাচ খেলতে চায় ইস্ট বেঙ্গল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলের ফিরতি ডার্বি নিয়ে জটিলতা শুক্রবারও কাটল না। একইদিনে শহরে তৃণমূলের ব্রিগেড সমাবেশ থাকায় ১০ মার্চ বড় ম্যাচ আয়োজন সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে বিধাননগর পুলিস। তবে আয়োজক ইস্ট বেঙ্গল মর্যাদার এই ম্যাচ বাংলাতেই খেলতে চায়। তাই আইএসএল কর্তৃপক্ষকে সূচি পরিবর্তনের আবেদন জানিয়েছেন ক্লাব কর্তারা। তাঁদের আশা, বাংলার ফুটবলের স্বার্থে এফএসডিএল পুরো বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। 
ডার্বি আয়োজন নিয়ে শুক্রবারই বিধাননগর পুলিসের সঙ্গে আলোচনায় বসেছিল আয়োজক ইস্ট বেঙ্গল। সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, ১০ তারিখ ডার্বি আয়োজন সম্ভব নয়। এমনকী, তার আগের দিন অর্থাৎ ৯ মার্চও সমস্যা রয়েছে। কারণ, তৃণমূলের সমাবেশে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ কলকাতায় আসবেন। তার সঙ্গে বড় ম্যাচে দুই প্রধানের সমর্থকদের ভিড় সামলানো মুশকিল। তাই বৃহস্পতিবারই এই ম্যাচ ভুবনেশ্বরে সরে যাওয়ার আশঙ্কা মাথাচাড়া দেয়। কিন্তু তেমনটা হলে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়বে লাল-হলুদ ব্রিগেড। পাশাপাশি, দুই প্রধানের অনুরাগীদের কাছেও ভিনরাজ্যে গিয়ে খেলা দেখায় সমস্যা আছে। সেই মর্মে ইস্ট বেঙ্গল সূচি বদলের জন্য আবেদন জানিয়েছে। তবে আইএসএল কর্তৃপক্ষ এই মেগা ম্যাচে সপ্তাহান্তেই করতে চায়। উল্লেখ্য, ২২ এবং ২৬ মার্চ ভারতের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে। তাই তখন জাতীয় দলের ফুটবলারদের পাওয়া যাবে না। সেক্ষেত্রে ভেন্যু না পরিবর্তন হলে মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে  বড় ম্যাচ আয়োজিত হতে পারে। ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার এদিন বলেন, ‘১০ মার্চ যুবভারতীতে ডার্বি হচ্ছে না। তার আগের দিনও সম্ভব নয়। সমর্থকদের কথা মাথায় রেখে বড় ম্যাচ বাংলাতেই খেলতে চাইছি। মোহন বাগানও তেমনটাই চাইছে। তা আইএসএল কর্তৃপক্ষকেও জানিয়েছি। এরপর দেখা যাক, ওরা কী সিদ্ধান্ত নেয়।’
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা