খেলা

শ্রেয়সকে পেয়ে রোমাঞ্চিত রাহানে

মুম্বই: বোর্ডের বার্ষিক সাধারণ চুক্তিতে জায়গা পাননি শ্রেয়স আয়ার ও ঈশান কিষান। শৃঙ্খলাভঙ্গের অপরাধেই তাঁদের ছেঁটে ফেলা হয়েছে বলে মনে করছে ক্রিকেট মহল। এই আবহেই শনিবার বান্দ্রা কুরলা কমপ্লেক্সে তামিলনাডুর বিরুদ্ধে রনজি ট্রফির সেমি-ফাইনালে মুম্বইয়ের হয়ে নামতে চলেছেন শ্রেয়স। তাঁকে দলে স্বাগত জানিয়েছেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। তিনি বলেছেন, ‘শ্রেয়স অভিজ্ঞ ক্রিকেটার। যখনই সুযোগ পেয়েছে, মুম্বইয়ের হয়ে সেরাটা উজাড় করে দিয়েছে। সেমি-ফাইনালের জন্য ওকে দলে পেয়ে আমরা রোমাঞ্চিত। ওর বাড়তি কোনও মোটিভেশনের দরকার রয়েছে বলে মনে করি না। মুম্বইয়ের হয়ে বরাবর ব্যাট হাতে অবদান রেখেছে ও। শ্রেয়সের উপস্থিতি কাজে আসবে।’ রাহানে নিজে অবশ্য ছন্দে নেই। রনজিতে ছয় ম্যাচে মাত্র ১২.৭৭ গড়ে এসেছে ১১৫ রান। তবে আত্মবিশ্বাসী তিনি। বলছেন, ‘ক্রিকেটে এমন হয়।  আমার ব্যাটিংয়ে কিন্তু কোনও দুর্বলতা নেই। দরকার শুধু ইতিবাচক থাকা। সহজাত প্রবৃত্তি অনুসারে খেললেই রান আসবে।’ আঙুলের চোট সারিয়ে উঠেছেন পৃথ্বী সাউ। রাহানে বলেন, ‘ও প্রচণ্ড আক্রমণাত্মক ব্যাটার। দ্রুত রান করে। সাফল্যের জন্য রীতিমতো ক্ষুধার্ত।’ সেমি-ফাইনালে শ্রেয়স, পৃথ্বী, রাহানে ছাড়াও ক্রিকেট মহলের নজর রয়েছে মুম্বইয়ের মুশির খানের দিকে। তামিলনাডুর ব্যাটিংয়ের শক্তি আবার জগদীশন, বাবা ইন্দ্রজিত, সাই সুদর্শন, বিজয় শঙ্কররা। স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের অন্তর্ভুক্তিও শক্তি বাড়িয়েছে তাদের। পাল্টা হিসেবে মুম্বইয়ের রয়েছে অলরাউন্ডার শার্দূল ঠাকুর।
নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে অন্য সেমি-ফাইনালে মধ্যপ্রদেশ নামছে বিদর্ভের বিরুদ্ধে। এই ম্যচে নজর থাকবে উমেশ যাদব, করুণ নায়ার, জিতেশ শর্মা, ভেঙ্কটেশ আয়ার, আভেশ খান, কুমার কার্তিকেয়দের দিকে।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা