খেলা

লিগে শীর্ষস্থান মজবুত করাই লক্ষ্য লিভারপুলের

নটিংহ্যামশায়ার: জমে উঠেছে প্রিমিয়ার লিগ। খেতাবি লড়াইয়ে লিভারপুলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যাঞ্চেস্টার সিটি ও আর্সেনাল। এমন পরিস্থিতিতে শনিবার জুরগেন ক্লপের দল মুখোমুখি হচ্ছে নটিংহ্যাম ফরেস্টের। অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট পেয়ে শীর্ষস্থান মজবুত করাই লক্ষ্য ভার্জিল ফন ডিকদের। ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট পেয়ে লিগে এক নম্বরে রয়েছে লিভারপুল। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ম্যাঞ্চেস্টার সিটি (৫৯) ও আর্সেনাল (৫৮)। লিগের অপর ম্যাচে শনিবার ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে নামবে চেলসি। ২৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে মরিসিও পচেত্তিনোর দল রয়েছে এগারো নম্বরে।
গত মরশুমে একেবারেই ছন্দে ছিল না লিভারপুল। ইপিএল টেবিলে পাঁচ নম্বরে শেষ করায় চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি দ্য রেডস। তবে চলতি মরশুমে দুরন্ত প্রত্যাবর্তন ক্লপ-ব্রিগেডের। কয়েকদিন আগেই লিগ কাপের খেতাব ঘরে তুলেছে তারা। এরপর বুধবার রাতে এফএ কাপের ম্যাচেও বড় জয় পেয়েছে লিভারপুল। সেই ছন্দ প্রিমিয়ার লিগেও ধরে রাখতে বদ্ধপরিকর কডি গাকপো, ভার্জিল ফন ডিকরা। নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে তারকা ফরোয়ার্ড মহম্মদ সালাহকে পাচ্ছে না ক্লপের দল। তবে চোট সারিয়ে ফিরতে পারেন ডারউইন নুনেজ। তবে সম্প্রতি লিভারপুল যা ফর্মে আছে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকে হারাতে অসুবিধা হওয়ার কথা নয়। তবুও সাংবাদিক সম্মেলনে কোচ ক্লপকে সতর্ক মনে হল। উল্লেখ্য, ২৬ ম্যাচে মাত্র ২৪ পয়েন্ট পেয়ে নটিংহ্যাম ফরেস্ট ১৭ নম্বরে রয়েছে।
এদিকে, লা লিগায় শনিবার ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ২৬ ম্যাচে ৬৫ পয়েন্ট পেয়ে টেবিলের মগডালে কার্লো আনসেলোত্তির দল। এই ম্যাচে জিতে শীর্ষস্থান মজবুত করাই লক্ষ্য ভিনিসিয়াস জুনিয়রদের।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা