খেলা

ধোনির শহরে সিরিজ জয়ে চোখ ভারতের

রাঁচি: গত কয়েক বছর ধরে লাল বলের ক্রিকেটে ঘরের মাঠে অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া। ২০১২ সালের পর টানা টেস্ট সিরিজ জিতেছে ভারত। ধোনির শহরে ইংল্যান্ডকে দুরমুশ করে সেই রেকর্ড আরও উজ্জ্বল করার সুযোগ। এক ম্যাচ বাকি থাকতেই রোহিত বাহিনী  সিরিজ পকেটে পুরে নিতে সফল হয় কিনা, সেটাই দেখার।
সর্বাধিক উইকেট শিকারি যশপ্রীত বুমরাহকে এই ম্যাচে পাচ্ছে না টিম ইন্ডিয়া। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। কারণ, সামনে আইপিএল। তারপর রয়েছে টি-২০ বিশ্বকাপ। তাই ওয়ার্কলোডের কথা মাথায় রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তবে সিরিজ জয়ের মুখে দাঁড়িয়ে বুমরাহর মতো তারকা পেসারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তটা সত্যিই দুঃসাহসী। বুমরাহর অভাব ঢাকার দায়িত্ব মহম্মদ সিরাজের। অনুশীলনে দেখা গেল, বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও অনেকটা সময় ব্যয় করলেন তিনি। দ্বিতীয় পেসার কে হবেন, তা এখনও স্পষ্ট নয়। মুকেশ কুমার বিশাখাপত্তনম টেস্টে খেলেছিলেন। কিন্তু নজর কাড়তে পারেননি। তাই তাঁরই বাংলা দলের সতীর্থ আকাশ দীপের টেস্ট অভিষেকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
পিচ দেখার পর দুই দলের যেরকম প্রতিক্রিয়া মিলেছে, তাতে স্পিনারদের হাতেই থাকবে ম্যাচের রাশ। সেক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব ত্রয়ীই হয়তো তফাত গড়ে দেবেন। স্পিনের ইন্দ্রজালে আরও একবার বাজবলকে অকেজো করতে চাইবে টিম ইন্ডিয়া। অন্যদিকে,
রোহিতদের মতোই দুই পেসার তিন স্পিনার নিয়ে মাঠে নামবে ইংল্যান্ডও। প্রথম ম্যাচ জিতে লিড নিয়েও তা ধরে রাখতে ব্যর্থ স্টোকস বাহিনী। পরের দু’টি ম্যাচে বাজবলের দর্পচূর্ণ হয়েছে যশস্বীদের ব্যাটে। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে রুটদের। ব্রিটিশ মিডিয়া বাজবল নিয়ে প্রশ্ন তুলছেন। এই পরিস্থিতিতে ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম সিদ্ধান্তে অবিচল থাকেন কি না সেটাই দেখার।
একঝাঁক তরুণ ক্রিকেটারই ভারতীয় ব্যাটিংয়ের ভরসা। বিরাট কোহলি, লোকেশ রাহুলের মতো সিনিয়রদের অভাব টের পেতে দেননি তাঁরা। যশস্বী জয়সওয়াল দুরন্ত ফর্মে। গত ম্যাচে দুর্ধর্ষ ডাবল-সেঞ্চুরি উপহার দিয়েছিলেন। রানে ফেরার চেষ্টায় শুভমান গিল ও অধিনায়ক রোহিত শর্মা। একটু উপরের দিকে নেমে ব্যাট হাতে সেরা পারফরম্যান্স মেলে ধরছেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় ব্যাটিং আরও শক্তিশালী হয়েছে দুই নবাগত সরফরাজ খান ও ধ্রুব জুরেলের চমকপ্রদ পারফরম্যান্সে। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে ভারতীয় ব্যাটিংয়ে রয়েছে দুর্দান্ত ভারসাম্য। সেটাই ইংল্যান্ডের বোলারদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
তুলনায় সফরকারী দলের ব্যাটিং মোটেও জমাট লাগছে না। শুরুতে ডাকেট কিছুটা ভরসা জোগানোর চেষ্টা করছেন। কিন্তু জ্যাক ক্রলি কিংবা জো রুট একেবারেই ছন্দে নেই। ব্যাটিং ব্যর্থতা বল হাতে ঢাকার চেষ্টা করছেন রুট। প্রবল চাপে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ওলি পোপ প্রথম ম্যাচে খোলস ছেড়ে বেরিয়েছিলেন, তারপর ফের গর্তে ঢুকে পড়েছেন। জনি বেয়ারস্টোর পারফরম্যান্স পাতে দেওয়ার মতো নয়। টপ অর্ডারের ব্যর্থতা চাপে ফেলে দিচ্ছে বেন স্টোকসকে। ফলে বাজবলের কাণ্ডারির ব্যাট ঝলসে ওঠার চেষ্টা করলেও সেভাবে অগ্নিস্ফুলিঙ্গ ঘটাতে পারছে না। রাঁচি টেস্টে মার্ক উডকে বাদ দিয়ে বর্ষীয়ান তারকা পেসার অ্যান্ডারসনের সঙ্গে খেলানো হবে রবিনসনকে। অফ স্পিনার শোয়েব বশির সুযোগ পেতে পারেন রিয়ান আহমেদের জায়গায়।

 ম্যাচ শুরু সকাল ৯-৩০ মিনিটে।
 স্পোর্টস ১৮ চ্যানেলে সরাসরি সম্প্রচার।
5Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা