খেলা

আইপিএল শুরু ২২ মার্চ, ইডেনে প্রথম ম্যাচ ২৩শে

কলকাতা: নির্ধারিত দিনক্ষণ মেনেই এবারের আইপিএল-এর আংশিক ক্রীড়াসূচি ঘোষণা করে দিল বিসিসিআই। তবে পুরো টুর্ণামেন্টের নয়, এদিন শুধুমাত্র প্রথম পর্বের সূচিই ঘোষিত হয়। আজ বৃহস্পতিবার আইপিএল ২০২৪-এর জন্য প্রথম ১৫ দিনের জন্য ক্রীড়াসূচি ঘোষণা করা হল। বাকি সূচি লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরই ঠিক হবে। আগামী ২২ মার্চ ২০২৪-এ (শুক্রবার) শুরু হচ্ছে এবারের টুর্ণামেন্ট। উদ্বোধনী ম্যাচটি হবে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে চিপক স্টেডিয়ামে। এরপর ২৩ মার্চ ও ২৪ মার্চ শনি ও রবিবার হওয়ায় দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৩ মার্চ প্রথম ম্যাচটি হবে পাঞ্জাব ও দিল্লির মধ্যে মোহালিতে এবং দ্বিতীয় ম্যাচে কলকাতা মুখোমুখি হবে হায়দরাবাদ। ম্যাচটি অনুষ্ঠিত হবে ইডেনে। আর ২৪ মার্চ রবিবার প্রথম ম্যাচ খেলবে রাজস্থান ও লখনউ এবং দ্বিতীয় ম্যাচটি গুজরাত ও মুম্বই। ২৫ মার্চ আরসিবি খেলবে পঞ্জাবের বিপক্ষে। খেলাটি হবে বেঙ্গালুরুতে।
চেন্নাই বনাম গুজরাট খেলবে ২৬ মার্চ। এই ম্যাচটি হবে চেন্নাইয়ে। ২৭ মার্চ হায়দরাবাদে খেলেবে হায়দরাবাদ ও মুম্বই।  রাজস্থান বনাম দিল্লির মধ্যে খেলা হবে  ২৮ মার্চ, জয়পুরে। বেঙ্গালুরুতে আরসিবি বনাম কলকাতা খেলবে ২৯ মার্চ। ৩০ মার্চ লখনউ বনাম পঞ্জাব খেলবে লখনউয়ে।গুজরাত বনাম হায়দরাবাদের মধ্যে ম্যাচ হবে ৩১ মার্চ, আমদাবাদে। ওই দিনই পরের খেলাটি হবে দিল্লি বনাম চেন্নাই ভাইজ্যাগে। ১ এপ্রিল মুম্বইয়ে হবে মুম্বই বনাম রাজস্থান। আরসিবি বনাম লখনউ ম্যাচটি হবে ২ এপ্রিল, বেঙ্গালুরুতে। দিল্লি বনাম কলকাতার মধ্যে ম্যাচ হবে ৩ এপ্রিল ভাইজ্যাগে। ৪ এপ্রিল হবে গুজরাট বনাম পাঞ্জাব, আমেদাবাদে। হায়দরাবাদ বনাম চেন্নাইয়ের মধ্যে ম্যাচ হবে ৫ এপ্রিল, হায়দরাবাদে। ৬ এপ্রিল জয়পুরে হবে রাজস্থান বনাম আরসিবির মধ্যে ম্যাচ। মুম্বই বনাম দিল্লি ম্যাচ হবে ৭ এপ্রিল মুম্বইয়ে এবং লখনউ বনাম গুজরাত ম্যাচ হবে ৭ এপ্রিল লখনউয়ে।
5Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা