খেলা

তৃতীয় টেস্টেও নেই লোকেশ, পরিবর্তে দলে দেবদূত

রাজকোট: একে রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর! টিম ইন্ডিয়ার অবস্থা এখন কিছুটা সেরকমই। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শুরু থেকে বিরাট কোহলিকে নিয়ে অস্বস্তি ছিলই। ব্যক্তিগত কারণে প্রথম দু’টি ম্যাচ খেলেননি ভিকে। আশা করা হচ্ছিল, সিরিজের বাকি ম্যাচগুলিতে তাঁকে পাওয়া যাবে। সেই সম্ভাবনায় জল ঢেলে বিসিসিআই জানিয়ে দিয়েছে পুরো সিরিজেই নেই কোহলি, যা ভারতীয় দলের কাছে অত্যন্ত বড় ধাক্কা। তবে রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুলের ফিট হয়ে ওঠার খবর স্বস্তি দিয়েছিল টিম ম্যানেজমেন্টকে। স্কোয়াডেও রাখা হয়েছিল তাঁদের। রবিবার রাহুলের নেট সেশনের ভিডিও তৃতীয় টেস্টে তাঁর খেলার আশা জাগিয়েছিল। কিন্তু সোমবার বোর্ডের মেডিকেল টিম জানিয়ে দেয়, লোকেশ রাহুলকে নিয়ে তাড়াহুড়ো করা ঠিক হবে না। আরও কিছুদিন বিশ্রাম প্রয়োজন পুরো ফিট হতে। ফলে অস্বস্তি আরও বেড়েছে। লোকেশের পরিবর্ত হিসেবে দলে এসেছেন বাঁহাতি দেবদূত পাদিক্কাল। যার অর্থ চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানেদের দলে ফেরানোর কথা আর ভাবছেন না নির্বাচকরা।
প্রথম দু’টি ম্যাচে টিম ইন্ডিয়ার ব্যাটিং একেবারেই জমাট লাগেনি। কয়েকজনের ব্যক্তিগত পারফরম্যান্সই দলকে সমতায় ফিরিয়েছে। তবে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততে হলে ব্যাটিং বিভাগকে আরও উন্নতি করতেই হবে। সেই আশা জোর ধাক্কা খেল লোকেশ রাহুল আনফিট ঘোষিত হওয়ায়। এখন যা পরিস্থিতি তাতে কোচ রাহুল দ্রাবিড়ের পক্ষে প্রথম একাদশ বাছাই করাই কঠিন চ্যালেঞ্জ। ফর্মহীন শ্রেয়স আয়ার শেষ তিন টেস্টের দলে সুযোগ পাননি। জাদেজা হয়তো তৃতীয় ম্যাচে খেলবেন। তাতে সমস্যা পুরোপুরি মিটবে না। এমনিতেই উইকেটরক্ষক শ্রীকর ভরতের পারফরম্যান্সে খুশি নয় টিম ম্যানেজমেন্ট। তাঁকে বসিয়ে ধ্রুব জুরেলকে রাজকোটে খেলানোর চিন্তাভাবনা চলছে। লোকেশ ছিটকে যাওয়ায় তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হতে পারে সরফরাজ খানের। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরেছেন মুম্বইকর। জাতীয় দলে দীর্ঘদিন উপেক্ষিত থাকার জেরে একটা সময় তিনি ক্ষোভও উগরে দিয়েছিলেন। তবে সময় অনেক কিছু বদলে দেয়। সরফরাজের ক্ষেত্রেও ব্যাপারটি সেরকমই। দ্বিতীয় টেস্টে পাঁচ নম্বরে খেলানো হয়েছিল রজত পাতিদারকে। কিন্তু মধ্যপ্রদেশের মিডল অর্ডার ব্যাটসম্যানটি সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। সরফরাজ কিন্তু আহত বাঘের মতো। টেস্ট অভিষেকে তিনি সেরাটা মেলে ধরার আপ্রাণ চেষ্টা করবেন বলে ধারণা ক্রিকেট মহলের। 
এদিকে, আবুধাবিতে এক সপ্তাহ সময় কাটিয়ে রাজকোটে এলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। এখানে ১৫-১৯ ফেব্রুয়ারি হবে তৃতীয় টেস্ট। চোট পেয়ে ছিটকে গিয়েছেন স্পিনার জ্যাক লিচ। তাঁর পরিবর্ত হিসেবে কারও নাম এখনও ঘোষণা করা হয়নি।
5Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা