খেলা

অ্যাস্টন ভিলার কাছে হেরে চাপে ম্যান সিটি, জিতল লিভারপুল

বার্মিংহ্যাম: টানা তিন ড্রয়ের পর হার! গতবারের ত্রিমুকুট জয়ী ম্যাঞ্চেস্টার সিটি এবার প্রিমিয়ার লিগে ছন্দ হারিয়েছে। বুধবার রাতে ঘরের মাঠে পেপ গুয়ার্দিওলার দলকে ১-০ ব্যবধানে বশ মানায় অ্যাস্টন ভিলা। ম্যাচের একমাত্র গোলটি লিওন বেইলির। হারের জেরে টেবিলে চতুর্থ স্থানে নামল সিটি। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ৩০ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে ছয় পয়েন্ট বেশি পেয়ে শীর্ষে আর্সেনাল।
বুধবার অ্যাওয়ে ম্যাচে রীতিমতো ছন্নছাড়া দেখাল ম্যান সিটিকে। এডারসন দুরন্ত কয়েকটি সেভ না করলে পেপ ব্রিগেডের লজ্জা আরও বাড়ত। সবচেয়ে বড় কথা, ম্যান সিটি বিপক্ষের গোল লক্ষ্য করে মাত্র দু’টি শট নিয়েছে। পেপ জমানায় যা বিরল। গোলমেশিন আর্লিং হালান্ডকেও সেভাবে খুঁজে পাওয়া গেল না। অন্যদিকে, ঘরের মাঠে টানা ১৪ ম্যাচে জয় পেল অ্যাস্টন ভিলা। এর জন্য কৃতিত্ব প্রাপ্য কোচ উনাই এমেরির। গত বছর নভেম্বরে হেড কোচের দায়িত্ব নিয়ে দলের খোলনলচে বদলে দিয়েছেন স্প্যানিশ কোচ। ম্যান সিটিকে হারানোর পর লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে অ্যাস্টন ভিলা (১৫ ম্যাচে ৩২ পয়েন্ট)। হারের পর ম্যান সিটি কোচ পেপ গুয়ার্দিওলা বলেন, ‘কাঙ্ক্ষিত ছন্দ খুঁজে পাচ্ছে না ফুটবলাররা। তবে ব্যর্থতা ভুলে দ্রুত জয়ের সরণিতে ফিরতে হবে।’
ম্যান সিটি হারলেও বুধবার প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিভারপুল ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অ্যাওয়ে ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ২-০ ব্যবধানে হারিয়েছে জুরগেন ক্লপের দল। ম্যাচের দুই গোলদাতা ভার্জিল ফন ডিক ও ডমিনিক সোবসলাই। সেই সুবাদে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল। আর ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চেলসিকে ২-১ ব্যবধানে বশ মানিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রেড ডেভিলসের হয়ে জোড়া লক্ষ্যভেদ স্কট ম্যাকটমিনের। চেলসির একমাত্র গোলদাতা কোল পালমার। এই জয়ের সুবাদে টেবিলে ষষ্ঠ স্থানে উঠে এল ম্যান ইউ (২৭)। আর দশ নম্বরে ধুঁকছে চেলসি (১৯)।
7Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা