খেলা

শেষ ম্যাচে রুদ্ধশ্বাস জয় টিম ইন্ডিয়ার

বেঙ্গালুরু: চিন্নাস্বামী স্টেডিয়ামে অতীতে রান তাড়া করা দলই বেশিরভাগ ক্ষেত্রে হাসিমুখে মাঠ ছে঩ড়েছে। রবিবার সেজন্যই আশঙ্কা বাড়ছিল। তবে সব উদ্বেগ দূরে সরিয়ে নিয়মরক্ষার ম্যাচে নাটকীয়ভাবে এল ৬ রানে জয়। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ৪-১ ব্যবধানে জিতল টিম ইন্ডিয়া। টস হেরে ব্যাট করতে নেমে শ্রেয়স আয়ারের (৩৭ বলে ৫৩) হাফ-সেঞ্চুরির সুবাদে আট উইকেটে ১৬০ রানে থেমে গিয়েছিল ভারত। জবাবে, শেষ ওভারে টানটান উত্তেজনার মধ্যে মাথা ঠান্ডা রেখে জেতালেন অর্শদীপ সিং। আট উইকেটে ১৫৪ রানে থামে অস্ট্রেলিয়া। সূর্যকুমার যাদবদের দাপটে সিরিজ জয় কিছুটা হলেও মলম হয়ে উঠল সদ্য ওডিআই বিশ্বকাপের ফাইনালে স্বপ্নভঙ্গের ক্ষতে। 
ভারতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি। আরও একবার উইকেট ছুড়ে দেন যশস্বী জয়সওয়াল (২১) ও ঋতুরাজ গায়কোয়াড় (১০) । সূর্যকুমার (৫) ফের ব্যর্থ। রিঙ্কু সিংয়ের (৬) ব্যাটও এদিন ঝড় তোলেনি। ৫৫ রানে চার উইকেট পড়ার পর শ্রেয়স-জিতেশ নামেন ইনিংস মেরামতের কাজে। পঞ্চম উইকেটে ওঠে ৪২ রান। জিতেশ (১৬ বলে ২৪) ফেরার পর অক্ষর প্যাটেল (২১ বলে ৩১) জোগান নির্ভরতা। তাঁর জন্যই দেড়শোর দিকে এগয় স্কোর। ষষ্ঠ উইকেটে শ্রেয়স-অক্ষর যোগ করেন ৪৬। ‘ক্রাইসিস ম্যান’ শ্রেয়সের পঞ্চাশ আসে নাথান এলিসের ডেলিভারি গ্যালারিতে ছিটকে দিয়ে। মুহূর্তে ডাগ-আউটে হাততালিতে মুখর হয়ে ওঠেন কোচ ভিভিএস লক্ষ্মণ। বোঝা যায় চাপের মুখে তাঁর ইনিংসটা কত গুরুত্বপূর্ণ ছিল। পাঁচটা চার ও দুটো ছক্কা মারেন ভারতের সহ-অধিনায়ক। অজি বোলারদের মধ্যে বেন ডোয়ারশুইস (২-৩০) ও জেসন বেহরেনডর্ফ (২-৩৮) দুটো করে উইকেট পান। 
১৬১ রানের টার্গেটের সামনে শুরুটা ঝড়ের গতিতে করেছিল অস্ট্রেলিয়া। প্রথম তিনটি বলই সীমানায় পাঠান ট্রাভিস হেড। অর্শদীপের ওভারে ওঠে ১৪। জশ ফিলিপকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন মুকেশ কুমার। সিরিজ জুড়েই স্পিনের সামনে অস্বস্তিতে দেখিয়েছে অজিদের। এদিনও ব্যতিক্রম হল না। জোড়া ধাক্কা দেন সিরিজের সেরা রবি বিষ্ণোই। বিপজ্জনক ট্রাভিস (২৮) ও অ্যারন হার্ডিকে (৬) ফেরান তিনি (২-২৯)। ম্যাচের সেরা অক্ষর প্যাটেল  চার ওভারে দেন মাত্র ১৪। তিনি নেন টিম ডেভিডের (১৭) উইকেট। তবে বেন ম্যাকরডারমট (৫৪) লড়াই চালিয়ে যান। ৩৪ বলে পঞ্চাশে পৌঁছন তিনি। তাঁকে ফিরিয়ে স্বস্তি আনেন অর্শদীপ (২-৪০)। ১৭তম ওভারে ম্যাথু শর্ট (১৬) ও ডোয়ারশুইসকে (০) আউট করেন মুকেশ কুমার। তিনিই  (৩-৪০) ভারতের সফলতম বোলার। শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১০। অর্শদীপের তৃতীয় বলে ম্যাথু ওয়েড (২২) ফিরতেই ভারতের জয় নিশ্চিত হয়ে ওঠে। উৎসব শুরু হয়ে যায় গ্যালারিতে।
7Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা