খেলা

শেষ পর্বে ডিফেন্ডারদের গোল উতরে দিল মোহন বাগানকে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এএফসি কাপে জোড়া হারের ধাক্কা কাটিয়ে আইএসএলে জয়ের চেনা পথে ফিরল মোহন বাগান সুপার জায়ান্ট। শনিবার কলিঙ্গ স্টেডিয়ামে হায়দরাবাদ এফসি’কে হারাল হুয়ান ফেরান্দো ব্রিগেড। দুই গোলদাতা যথাক্রমে ব্রেন্ডন হামিল ও আশিস রাই। দল জিতলেও অ্যাটাকারদের অফ ফর্ম চিন্তায় রাখল বাগান কোচকে। শেষ পাঁচ ম্যাচে স্কোরশিটে নাম তুলতে ব্যর্থ জেসন কামিংস। সাদিকুও খুব একটা দাগ কাটতে পারেননি। পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিল তৃতীয় স্থানে মোহন বাগান। আর হেরে সবার শেষে হায়দরাবাদ (আট ম্যাচে তিন পয়েন্ট)।
গত মরশুমে মোহন বাগানের খেতাব জয়ের অন্যতম কারিগর ছিলেন দিমিত্রি পেত্রাতোস। কোনও দক্ষ স্ট্রাইকারের অভাব তাঁর জন্য অনুভূত হয়নি। এক ডজন গোল করার পাশাপাশি সাতটি অ্যাসিস্ট ছিল অস্ট্রেলিয়ান তারকার নামের পাশে। আপফ্রন্টে শক্তি বাড়াতে চলতি মরশুমে বিশ্বকাপার জেসন কামিংস ও আর্মান্দো সাদিকুকে দলে নিয়েছে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। তবে দিমিত্রির অভাব ঢাকার মতো বিকল্প যে কোচ হুয়ান ফেরান্দোর হাতে নেই, তা গত দু’টি ম্যাচে সুস্পষ্ট।
আইএসএলে ছন্দ ধরে রাখতে শনিবার প্রথম একাদশে একাধিক পরিবর্তন আনেন ফেরান্দো। এর মধ্যে উল্লেখযোগ্য কিয়ান নাসিরির শুরু থেকে দলে থাকা। গত ম্যাচে আপফ্রন্টে ভরসা জোগাতে ব্যর্থ হয়েছিলেন সাদিকু। তাই জামশিদ-পুত্রকে রেখে রক্ষণ মজবুত করতে প্রথম একাদশে জোড়া বিদেশি ডিফেন্ডার খেলান বাগান কোচ। লিগ টেবিলে তলায় থাকা প্রতিপক্ষের বিরুদ্ধেও সাহসী ফুটবল মেলে ধরতে ব্যর্থ ফেরান্দো-ব্রিগেড। প্রথম ৪৫ মিনিটে মাত্র দু’বার গোল করার মতো জায়গায় পৌঁছেছিল তারা। ২৬ মিনিটে সাহালের শট ক্ষিপ্রতার সঙ্গে রুখে দেন হায়দরাবাদ দুর্গপ্রহরী। আর মিনিট তিনেক বাদে লিস্টনের ফ্রি-কিক ক্রসবার ছুঁয়ে বেরিয়ে যায়। ২২ মিনিটে অবশ্য বাগানের পেনাল্টি আবেদন নাকচ করেন রেফারি।
বিরতির পরেও মোহন বাগানের খেলায় কোনও পরিবর্তন ঘটেনি। ছন্নছাড়া ফুটবল আর মিস পাসের ফুলঝুড়িতে সেভাবে কোনও আক্রমণই গড়ে তুলতে পারেননি বোমাসরা। কিছুটা বাধ্য হয়েই অফ ফর্মে থাকা কামিংসকে তুলে সাদিকুকে মাঠে নামার ফেরান্দো। তবে তাতে চালচিত্রে খুব একটা পার্থক্য ঘটেনি। বরং প্রতি-আক্রমণাত্মক ফুটবলে বেশ কয়েকবার মোহন বাগান ডিফেন্সে হানা দেন হায়দরাবাদ ফুটবলাররা। একটা সময় মনে হয়েছিল, আরও একবার পয়েন্ট খুইয়ে মাঠ ছাড়বে মোহন বাগান। তবে ৮৫ মিনিটে স্বস্তি জুগিয়ে সাহালের পাস থেকে লক্ষ্যভেদ হামিলের (১-০)। আর সংযোজিত সময়ে দলের জয় নিশ্চিত করেন আশিস রাই (২-০)।
মোহন বাগান: বিশাল, শুভাশিস, হেক্টর, হামিল, আশিস, লিস্টন, অনিরুদ্ধ, সাহাল (হামতে), বোমাস, কিয়ান (সুহেল) ও কামিংস (সাদিকু)।

হায়দরাবাদ- ০     :    মোহন বাগান- ২
                             (হামিল, আশিস)
7Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা