খেলা

দুর্বল হায়দরাবাদকেও সমীহ করছেন ফেরান্দো

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত মরশুমের নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের স্মৃতি মোহন বাগান শিবিরে এখনও টাটকা। লিগ টেবিলে দ্বাদশ স্থানে থাকা দল ফেরান্দো-ব্রিগেডকে হারিয়ে সাড়া ফেলে দেয়। শনিবার হায়দরাবাদ এফসি’র মুখোমুখি হওয়ার আগে তাই বেশ সতর্ক মোহন বাগানের কোচ। চলতি মরশুমে সাতটি ম্যাচে জয় পায়নি নিজামের শহরের দল। পয়েন্ট মাত্র তিন । বর্তমানে ১২ নম্বরে রয়েছে তারা। তা সত্ত্বেও জোয়াও ভিক্টরদের সমীহ করছেন হুয়ান ফেরান্দো। তাঁর মন্তব্য, ‘না জিতলেও প্রতি ম্যাচে উন্নতি করছে হায়দরাবাদ। ঘুরে দাঁড়ানোর জন্য ফুটবলাররা মরিয়া। অসতর্ক হলেই বিপদ অনিবার্য।’
রবিবার পাঁচটি রাজ্যে নির্বাচনের ফল প্রকাশিত হবে। ফলে হায়দরাবাদ থেকে খেলা সরানো হয়েছে ভুবনেশ্বরে। শেষ ম্যাচে (এএফসি কাপ) ওড়িশার কাছে ২-৫ ব্যবধানে হারেন কামিংসরা। সেই ফল ভুলে শনিবার সেরাটা মেলে ধরতে তৈরি সবাই। তবে সমস্যা অনেক। প্রথম দলের চার ফুটবলারের অনুপস্থিতি দলের ছন্দ নষ্ট করেছে। শুক্রবার সকাল পর্যন্ত দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে আশাবাদী ছিল ম্যানেজমেন্ট। কিন্তু অজি তারকার চোট কমেনি। মনবীরও নেই। অনুশীলনে ইঙ্গিত, অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্টের জন্যই দল সাজাবেন স্প্যানিশ কোচ। হুগো বোমাস, সাহাল আবদুল সামাদ আর জেসন কামিংসের ত্রিফলায় প্রতিপক্ষকে ছারখার করার পরিকল্পনা। এএফসি কাপের ম্যাচে পরিবর্ত কিয়ান নাসিরিও নজর কেড়ছেন। সাদিকুর বদলে তাঁকেও খেলানোর ভাবনা রয়েছে। মাঝমাঠে ধারাবাহিক ব্যর্থ গ্লেন মার্টিন্স। অথচ তাঁকে বয়ে বেড়াচ্ছেন ফেরান্দো। গ্লেনের বদলে প্রথম এগারোয় ফিরতে পারেন অনিরুদ্ধ থাপা। এমন ম্যাচে দ্রুত গোল তুলে নিতে পারলে মানসিক চাপ কমে যায়। আজ সেটাই লক্ষ্য সবুজ-মেরুন ব্রিগেডের।
তবে কোচের চিন্তা বাড়াচ্ছে ভঙ্গুর রক্ষণ। আনোয়ার চোট পাওয়ার পর ন’টি গোল হজম করেছেন হামিলরা। রক্ষণের গলদ ঢাকতে ব্যর্থ তিন ব্যাক সিস্টেম। উইং ব্যাকরা সময়মতো নামতে না পারায় বিপক্ষ প্রান্তিক আক্রমণের সময় পাচ্ছে। কিন্তু নিজের স্ট্র্যাটেজি থেকে সরবেন না হুয়ান। হায়দরাবাদের বিরুদ্ধে তাই কোচের পারফরম্যান্সও আতসকাচের নীচে থাকবে। 
মোহন বাগানের সম্ভাব্য একাদশ: বিশাল, আশিস, হামিল, ইউস্তে , শুভাশিস, থাপা, সাহাল, বোমাস, লিস্টন, কামিংস ও কিয়ান।

কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত ৮টায়।
 সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।
 
7Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা