খেলা

কোচ দ্রাবিড়ই, মেয়াদ নিয়ে ধোঁয়াশা রাখল বোর্ড

নয়াদিল্লি: বিশ্বকাপ জিততে না পারলেও কোচ রাহুল দ্রাবিড়ের উপরই আস্থা রাখল বিসিসিআই। বাড়ানো হল চুক্তির মেয়াদ। তবে বোর্ডের প্রকাশিত প্রেস রিলিজে উল্লেখ করা হয়নি, ঠিক কতদিন কোচের পদে দ্রাবিড়ের সঙ্গে নতুন চুক্তি হচ্ছে। বোলিং কোচ পরশ মাম্বরে, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এবং ফিল্ডিং কোচ টি দিলীপও কাজ চালিয়ে যাবেন। 
২০২১ সালে দু’বছরের চুক্তিতে ভারতীয় সিনিয়র দলের দায়িত্ব নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। বিশ্বকাপের পরই শেষ হয়েছিল সেই চুক্তি। মনে করা হচ্ছিল, ‘দ্য ওয়াল’ হয়তো আর কোহলিদের কোচ হিসেবে ফিরবেন না। পরিবর্তে বয়সভিত্তিক দলের প্রশিক্ষক কিংবা কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজি দলে তিনি যুক্ত হতে পারেন বলে জল্পনা চলছিল। কিন্তু বিসিসিআই কর্তারা ছিলেন নাছোড়বান্দা। কারণ, চ্যাম্পিয়ন হতে না পারলেও তেইশের বিশ্বকাপে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স ছিল নজরকাড়া। টানা দশটি ম্যাচ জিতে রোহিতরা ফাইনালে উঠেছিলেন। শেষ পর্যন্ত খেতাবি লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে তৃতীয়বার ওয়ান ডে বিশ্বকাপ জেতার স্বপ্নভঙ্গ হয়। তবে কোহলিদের পারফরম্যান্স প্রশংসীত হয়েছিল সব মহলে। শুধু একজন বা দু’জন ক্রিকেটার নন, ঘুরিয়ে ফিরিয়ে প্রায় প্রত্যেকেই বাইশ গজের বিশ্বযুদ্ধে সেরাটা মেলে ধরেছিলেন। কোহলি হয়েছিলেন টুর্নামেন্টের সেরা। স্বমেজাজে ছিলেন হিটম্যানও। লোকেশ রাহুল, শ্রেয়স আয়াররাও ব্যাট হাতে নির্ভরতা জুগিয়েছিলেন দলকে। বোলিংও ছিল চমকপ্রদ। বিশেষ করে পেস আক্রমণে বাকি দলগুলির থেকে অনেক এগিয়ে ছিল টিম ইন্ডিয়া। তার নেপথ্য কারিগর হিসেবে কৃতিত্ব প্রাপ্য কোচ দ্রাবিড়ের। কঠিন সময়েও তিনি ছেলেদের উপর আস্থা হারাননি। বরং পাশে থেকেছেন, যার সুফল পেয়েছে দল। তাই দ্রাবিড়ীয় দর্শনেই আগামীতে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল বিসিসিআই।
এছাড়া কোনও উপায়ও ছিল না। কারণ, টি-২০ দলের কোচ হিসেবে আশিস নেহরাকে চাইছিলেন জয় শাহরা। প্রস্তাবও দেওয়া হয়েছিল প্রাক্তন পেসারকে। কিন্তু গুজরাত টাইটান্সের দায়িত্ব ছেড়ে জাতীয় দলের কোচ হতে রাজি হননি নেহরা। তাছাড়া আগামী বছর জুন-জুলাইয়ে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে হবে টি-২০ বিশ্বকাপ। ২০২৫ সালে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ওই দু’টি মেগা টুর্নামেন্ট এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজের কথা মাথায় রেখে দ্রাবিড়ের উপর আস্থা রাখা হয়েছে। হঠাৎ করে নতুন কোচ নিয়োগ হলে তাঁর পক্ষে মানিয়ে নিতে সমস্যা হতে পারে। সেই ঝুঁকি নিতে চায়নি বিসিসিআই। তবে দ্রাবিড়ও চুক্তি নবীকরণে আগ্রহী ছিলেন না। বোর্ড কর্তাদের প্রস্তাব প্রথমে তিনি ফিরিয়ে দিয়েছিলেন। পরে বিসিসিআই সভাপতি রজার বিন্নি ও সচিব জয় শাহ ব্যক্তিগতভাবে কথা বলেন প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে। তাঁরা বোঝান, কেন কোচ হিসেবে তাঁকে দরকার। শেষ পর্যন্ত বরফ গলে। পরিবারের সঙ্গে আলোচনার পর কোচের দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত বোর্ডকে জানিয়ে দেন দ্রাবিড়। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, ‘সব দিক বিচার বিবেচনা করেই রাহুল দ্রাবিড় সহ বাকি কোচদের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত দু’বছরে আমরা অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে একটা শক্তিশালী দল গড়ে তুলতে পেরেছি। আশা করব, আগামী দিনেও ভারতীয় দল প্রত্যাশা পূরণে সফল হবে।’
দ্রাবিড় কোচ থাকায় খুশি প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। তিনি বলেছেন, ‘টি-২০ বিশ্বকাপ খুব বেশি দেরি নই। এখন নতুন কাউকে দায়িত্ব দিলে সমস্যা হতো। দ্রাবিড় রাজি হওয়ায় ভালো হয়েছে।’
8Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা