খেলা

ডায়মন্ডহারবারের চ্যালেঞ্জ টপকে খেতাবে চোখ মহমেডান স্পোর্টিংয়ের

অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: সোমবার বিকেল। হাল্কা অনুশীলনের পর তখন ড্রেসিং-রুমের পথ ধরেছেন সাদা-কালো ফুটবলাররা। কিন্তু অক্লান্ত ডেভিড। ফাঁকা গোলে পরের পর শট নিয়ে গেলেন অনুরাগীদের হার্টথ্রব। ১৯টি লক্ষ্যভেদে ঘরোয়া লিগের সর্বাধিক গোলদাতা তিনি। মঙ্গলবারও ছন্দে থাকলে চিন্তা কমবে কোচ আন্দ্রে চেরনিভের। আজ খেতাবি যুদ্ধে ডায়মন্ডহারবার এফসি’র বিরুদ্ধে নামছে সাদা-কালো ব্রিগেড। কিশোর ভারতী স্টেডিয়ামে হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে গমগম করছে রেড রোডের পাশের তাঁবু।  তিন পয়েন্ট পেলে লিগ জয়ের দিকে আরও একধাপ এগবেন তন্ময়-রিমসাঙ্গারা। সেক্ষেত্রে ১৬ ম্যাচে  ইরশাদদের সংগ্রহে থাকবে ৩৮ পয়েন্ট। তাই ডায়মন্ডহারবার ম্যাচ মহমেডানের কাছে কার্যত ফাইনাল। গ্রুপ লিগে রাহুল পাসোয়ানের লক্ষ্যভেদ হাসি ফুটয়েছিল কিবুর মুখে। এবার সেই হারের মধুর প্রতিশোধ নিতে চান ডেভিডরা। রুশ কোচের স্বস্তি বাড়িয়ে চোট সারিয়ে স্কোয়াডে ফিরছেন অভিজ্ঞ সামাদ আলি মল্লিক। তবে উইনিং কম্বিনেশন বদলাতে নারাজ  চেরনিশভ।  অনুশীলন শেষে তাঁর মন্তব্য ‘পরপর ম্যাচ খেলার ধকল রয়েছে। তবে অজুহাতের জায়গা নেই। গ্রুপ লিগে হারের প্রতিশোধ নিতেই হবে। ফুটবলাররা বেশ তেতে রয়েছে। প্রথম দলে খুব বেশি পরিবর্তন করতে চাই না।’ 
নির্ধারিত সময়ের প্রায় আধঘণ্টা পরে দল নিয়ে অনুশীলনে নামলেন চেরনিশভ। ক্লাব তাঁবুতে টিম-মিটিংয়ে ডায়মন্ডহারবার বধের নীল-নকশা গড়তে ব্যস্ত রইলেন তিনি। সূত্রের খবর, কিবুর দলের ভিডিও ফুটেজ দেখিয়ে রেমসাঙ্গাদের প্রস্তুত করেছেন তিনি। জলকাদার ভারি মাঠে টানা ম্যাচ খেলে তন্ময়, বিকাশরা বেশ ক্লান্ত। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফুটবলারদের তারতাজা রাখতে হাল্কা ওয়ার্ম-আপের রাস্তায় হাঁটলেন রুশ কোচ।
এদিকে, জিততে পারলে শিরোপার যুদ্ধে ছুটতে শুরু করবে ডায়মন্ডহারবার এফসি। তবে স্প্যানিশ কোচ কিভু ভিকুনার রাতের ঘুম কেড়ে নিয়েছে ডেভিড-লালরেমসাঙ্গা কম্বিনেশন। স্প্যানিশ কোচের মন্তব্য, ‘মহমেডানের এই দুই ফুটবলার খেলার রং বদলে দিতে পারে। তাই দলের রক্ষণের কাছে এই ম্যাচ অ্যাসিড টেস্ট।’
 কিশোর ভারতী স্টেডিয়ামে 
ম্যাচ শুরু বিকেল তিনটেয়।
10Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা