বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

রোহিত-দ্রাবিড় জুটিতে খরামুক্তির স্বপ্ন

লন্ডন: দ্য আল্টিমেট ক্ল্যাশ! ওভালের কাপযুদ্ধ এভাবেই চিহ্নিত সম্প্রচারকারী চ্যানেলের প্রোমোতে। ঢাকঢোল পিটিয়ে টেস্টের তাজ দখলের লড়াইয়ের জমজমাট আবহ তৈরি। কাউন্টডাউন শেষ, অপেক্ষা তো আর মাত্র কিছুক্ষণের!
পাঁচদিনের ফরম্যাটে শ্রেষ্ঠত্বের টক্কর ঘিরে উন্মাদনা ক্রমশ আকাশছোঁয়া। নিশ্চিতভাবেই ঘাত-প্রতিঘাতে ভরপুর থাকতে চলেছে বিলেতের ফাইনাল। বুধবার টস করতে যাওয়ার সময় রোহিত শর্মা ও প্যাট কামিন্সকে সাদা পোশাকে যতই শান্তির বার্তাবহ দেখাক না কেন, বন্ধুত্বের বাতাবরণে ওখানেই দাঁড়ি। ঐতিহ্যের নিরিখেও এই দু’দল আমনে-সামনে মানেই পাথরে পাথরে ঠোকাঠুকি। এবং আগুনের স্ফুলিঙ্গ ছিটকে পড়া। ওভালই বা ব্যতিক্রম হবে কোন যুক্তিতে!
এমনিতেও বাইশ গজে এই লড়াই মানে বিশুদ্ধ ক্রিকেটরসিকদের মহাভোজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও থাকছে বেশ কিছু শিহরণ জাগানো দ্বৈরথের সম্ভাবনা। মিচেল স্টার্কের ভিতরে ঢুকে আসা ডেলিভারি সামনে পেয়ে যাবে না তো রোহিতের পা? নেটে অবশ্য বাঁহাতি পেসারদের বিরুদ্ধে ক্রমাগত রক্ষণ নিশ্ছিদ্র রাখার প্রস্তুতি নিয়েছেন হিটম্যান। তবু ইংলিশ কন্ডিশনে ডিউক বল শেষ মুহূর্তে বোকা বানাতেই পারে। মঙ্গলবার নেটে থ্রোডাউনের সময় বাঁ হাতের বুড়ো আঙুলে অবশ্য চোট পেলেন রোহিত। যদিও তা গুরুতর নয় বলে শিবির সূত্রে পরিষ্কার করে দেওয়া হয়েছে। বিরাট কোহলির জন্যও তেমনই থাকবে অফ স্টাম্পের বাইরের বাঁক খাওয়ানো ডেলিভারি। প্যাট কামিন্সরা কভার ড্রাইভের টোপ দেখাবেন নির্ঘাত। কখন শট খেলবেন, কখন ডিফেন্স, কখনই বা ছাড়বেন বল— সেকেন্ডের ভগ্নাংশের সিদ্ধান্তই বাঁচা-মরার ফারাক গড়ে দেবে। 
ভারতীয় ব্যাটিং লাইন আপে অবশ্য অভিজ্ঞতার কমতি নেই। কাউন্টিতে খেলার অভিজ্ঞতাসম্পন্ন চেতেশ্বর পূজারা, কামব্যাক ঘটাতে চলা অজিঙ্কা রাহানে রয়েছেন। ওপেনিংয়ে রোহিতের সঙ্গী আগামীর তারকা খ্যাত শুভমান গিল। মিডল অর্ডারে গভীরতা বাড়াচ্ছেন রবীন্দ্র জাদেজা। যদিও কিপার হিসেবে শ্রীকর ভরত, নাকি ‘এক্স-ফ্যাক্টর’ ঈশান কিষান, ধোঁয়াশা থাকছেই! 
ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন— অজি ব্যাটিংও রীতিমতো শক্তিশালী। অতীতে ওয়ার্নারের বড় ইনিংস রাস্তায় কাঁটা বিছিয়েছে ভারতের। স্মিথের ব্যাটও চওড়া হয়ে যায় টিম ইন্ডিয়াকে দেখলেই। ফলে ওয়ার্নার-স্মিথকে দ্রুত ফেরানো জয়ের পতাকা ওড়ানোর নিশ্চিত রেসিপি। গুরুদায়িত্ব মহম্মদ সামি, মহম্মদ সিরাজের উপর। যশপ্রীত বুমরাহর অনুপস্থিতি বড় ধাক্কা ঠিকই, তবে অস্ট্রেলিয়াও পাচ্ছে না জস হ্যাজলউডকে। বোলিং কম্বিনেশন নিয়ে অবশ্য ধন্দ কাটছে না। দ্বিতীয় স্পিনার হিসেবে রবিচন্দ্রন অশ্বিন খেলতেই পারেন। তবে চতুর্থ পেসারের ভাবনা উস্কে দিচ্ছে পিচে থাকা বাউন্স। উমেশ যাদব, শার্দূল ঠাকুরকে এগারোয় রাখার সম্ভাবনা তাই থাকছে। কিন্তু স্মিথের বিরুদ্ধে অশ্বিনের রেকর্ডকেও তো হেলাফেলা করা যায় না!
এক দশক আগে, ২০১৩ সালে শেষবার আইসিসি ট্রফিতে সাফল্য পেয়েছিল ভারত।  নেতা ধোনির হাতে উঠেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। তারপর শুধুই স্বপ্নভঙ্গ। ওডিআই বিশ্বকাপ থেকে কুড়ি ওভারের বিশ্বযুদ্ধ, চ্যাম্পিয়ন্স ট্রফি— সবেতেই তীরে গিয়ে তরি ডোবার কাহিনি। বছর দুয়েক আগে টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়েও হতাশা সঙ্গী। এবার অবশ্য বদলেছে ক্যাপ্টেন, পাল্টেছে কোচও। রোহিত-দ্রাবিড়ের জুটি দশ বছরের খরা কাটার স্বপ্ন দেখাচ্ছে। হালফিল টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাফল্য তাতে জল-হাওয়াও জোগাচ্ছে। কিন্তু ডন ব্র্যাডম্যানের দেশ যে আবার এমন আসরেই জ্বলে ওঠে!
তাই উৎসব নাকি বোবা কান্না, ওভালে রোহিতদের জন্য কী অপেক্ষা করছে, তা জানার জন্য ধৈর্য ধরা ছাড়া উপায় নেই।

7th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ