বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

সামি-সিরাজদের পরামর্শ আক্রামের
চাপে নেই আমরা: দ্রাবিড়
 

লন্ডন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলের উপর থেকে চাপ সরিয়ে দিলেন কোচ রাহুল দ্রাবিড়। সোমবার প্রচারমাধ্যমের সামনে তিনি সাফ বললেন, ‘আইসিসি ট্রফি জেতার জন্য কোনও বাড়তি চাপ আমাদের উপর নেই। হ্যাঁ, চ্যাম্পিয়ন হলে অবশ্যই ভালো লাগবে। আইসিসি প্রতিযোগিতা জিততে পারলে তৃপ্তও হব আমরা। তবে দু’বছর ধরে ধারাবাহিক থাকতে পারার জন্যই ফাইনালে উঠেছি আমরা। অনেক সাফল্য পেয়েছি। অনেক ইতিবাচক দিকও রয়েছে। বিশ্বের সর্বত্র আমরা লড়াকু ক্রিকেটের পতাকা তুলে ধরেছি। আইসিসি ট্রফি না জিতলেও এগুলো থেকে যাবে। আর সেটাই বৃহত্তর ছবি।’ 
কাউন্টি ক্রিকেটে খেলার জন্য চেতেশ্বর পূজারার অভিজ্ঞতা দলের কাজে আসবে বলে জানিয়েছেন দ্রাবিড়। পাশাপাশি, অজিঙ্কা রাহানেকে ভরসা জুগিয়েছেন তিনি। আগামী দিনে মুম্বইকর আরও বেশি টেস্ট খেলার সুযোগ পাবেন বলে আশ্বস্ত করেছেন দ্রাবিড়। 
এদিকে, ভারতীয় পেসারদের ধৈর্য ধরার পরামর্শ দিলেন ওয়াসিম আক্রাম। নতুন বল হাতে মহম্মদ সামি, মহম্মদ সিরাজদের ডিসিপ্লিন থাকা জরুরি বলে জানিয়েছেন তিনি। আইসিসি ওয়েবসাইটে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘সামি-সিরাজরা অভিজ্ঞ।  নতুন বল ঠিকভাবে কাজে লাগাতে হবে ওদের। বাড়তি উৎসাহে ভেসে গেলে চলবে না। প্রথম ১০-১৫ ওভার ইংল্যান্ডে বল খুব সুইং করে। তাই ওই সময় অতিরিক্ত রান যেন খরচ না হয়, সতর্ক থাকুক জোরেবোলাররা। পিচে অতিরিক্ত বাউন্স থাকলেও মাথা ঠান্ডা রাখুক সামিরা। বিচলিত হলে চলবে না। অন্যথায় কিন্তু অস্ট্রেলিয়ার পাতা ফাঁদেই পা দেবে ওরা।’ তিনি আরও বলেন, ‘ওভালের পিচে সাধারণত উপমহাদেশের দলের সুবিধা হয়। তবে আমরা অতীতে আগস্টের শেষে বা সেপ্টেম্বরের গোড়ায় এই মাঠে খেলেছি। জুনে কখনও খেলিনি। ফলে পিচ একেবারে তরতাজা থাকবে।’ 
ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী অবশ্য ফাইনালে ‘ফেভারিট’ মানছেন অস্ট্রেলিয়াকে। তিনি বলেছেন, ‘মহম্মদ সামি ও মহম্মদ সিরাজের সঙ্গে বুমরাহ খেললে ভারতের পেস আক্রমণ মারাত্মক হয়ে উঠত। কিন্তু বুমরাহ খেলছে না। এদিকে অস্ট্রেলিয়ার রয়েছে স্টার্ক, কামিন্সের মতো পেসার। এই আবহে ভারতের বোলিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র সামি।’

6th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ