খেলা

সামি-সিরাজদের পরামর্শ আক্রামের
চাপে নেই আমরা: দ্রাবিড়
 

লন্ডন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলের উপর থেকে চাপ সরিয়ে দিলেন কোচ রাহুল দ্রাবিড়। সোমবার প্রচারমাধ্যমের সামনে তিনি সাফ বললেন, ‘আইসিসি ট্রফি জেতার জন্য কোনও বাড়তি চাপ আমাদের উপর নেই। হ্যাঁ, চ্যাম্পিয়ন হলে অবশ্যই ভালো লাগবে। আইসিসি প্রতিযোগিতা জিততে পারলে তৃপ্তও হব আমরা। তবে দু’বছর ধরে ধারাবাহিক থাকতে পারার জন্যই ফাইনালে উঠেছি আমরা। অনেক সাফল্য পেয়েছি। অনেক ইতিবাচক দিকও রয়েছে। বিশ্বের সর্বত্র আমরা লড়াকু ক্রিকেটের পতাকা তুলে ধরেছি। আইসিসি ট্রফি না জিতলেও এগুলো থেকে যাবে। আর সেটাই বৃহত্তর ছবি।’ 
কাউন্টি ক্রিকেটে খেলার জন্য চেতেশ্বর পূজারার অভিজ্ঞতা দলের কাজে আসবে বলে জানিয়েছেন দ্রাবিড়। পাশাপাশি, অজিঙ্কা রাহানেকে ভরসা জুগিয়েছেন তিনি। আগামী দিনে মুম্বইকর আরও বেশি টেস্ট খেলার সুযোগ পাবেন বলে আশ্বস্ত করেছেন দ্রাবিড়। 
এদিকে, ভারতীয় পেসারদের ধৈর্য ধরার পরামর্শ দিলেন ওয়াসিম আক্রাম। নতুন বল হাতে মহম্মদ সামি, মহম্মদ সিরাজদের ডিসিপ্লিন থাকা জরুরি বলে জানিয়েছেন তিনি। আইসিসি ওয়েবসাইটে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘সামি-সিরাজরা অভিজ্ঞ।  নতুন বল ঠিকভাবে কাজে লাগাতে হবে ওদের। বাড়তি উৎসাহে ভেসে গেলে চলবে না। প্রথম ১০-১৫ ওভার ইংল্যান্ডে বল খুব সুইং করে। তাই ওই সময় অতিরিক্ত রান যেন খরচ না হয়, সতর্ক থাকুক জোরেবোলাররা। পিচে অতিরিক্ত বাউন্স থাকলেও মাথা ঠান্ডা রাখুক সামিরা। বিচলিত হলে চলবে না। অন্যথায় কিন্তু অস্ট্রেলিয়ার পাতা ফাঁদেই পা দেবে ওরা।’ তিনি আরও বলেন, ‘ওভালের পিচে সাধারণত উপমহাদেশের দলের সুবিধা হয়। তবে আমরা অতীতে আগস্টের শেষে বা সেপ্টেম্বরের গোড়ায় এই মাঠে খেলেছি। জুনে কখনও খেলিনি। ফলে পিচ একেবারে তরতাজা থাকবে।’ 
ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী অবশ্য ফাইনালে ‘ফেভারিট’ মানছেন অস্ট্রেলিয়াকে। তিনি বলেছেন, ‘মহম্মদ সামি ও মহম্মদ সিরাজের সঙ্গে বুমরাহ খেললে ভারতের পেস আক্রমণ মারাত্মক হয়ে উঠত। কিন্তু বুমরাহ খেলছে না। এদিকে অস্ট্রেলিয়ার রয়েছে স্টার্ক, কামিন্সের মতো পেসার। এই আবহে ভারতের বোলিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র সামি।’
13Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা