বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

শেষ হার্ডল টপকাতে
তৈরি নেতা রোহিত

লন্ডন: দু’বছর আগে ওভালে এসেছিল টেস্ট সেঞ্চুরি। উপমহাদেশের বাইরে পাঁচদিনের ফরম্যাটে যা তাঁর একমাত্র শতরান। সেই অভিজ্ঞতাই রোহিত শর্মাকে শিখিয়েছে যে ইংলিশ কন্ডিশনে একজন ব্যাটসম্যান কখনই থিতু হন না। কারণ, যে কোনও সময় ধেয়ে আসতে পারে ঘাতক ডেলিভারি।  বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দখলের  উত্তেজক লড়াই। তার জন্য রবিবারই ওভালে অনুশীলন শুরু করল টিম ইন্ডিয়া। প্রচারমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘ইংল্যান্ডের কন্ডিশন ব্যাটারদের কাছে রীতিমতো চ্যালেঞ্জের। লড়াই করে টিকে থাকতে পারলেই আসবে রান। ২০২১ সালের ইনিংস আমাকে বুঝিয়েছে যে এখানে কখনই সেট হয়ে যাওয়া সম্ভব নয়। কারণ, আবহাওয়া নিয়ত পরিবর্তনশীল। ফলে সবসময় মনোসংযোগ ধরে রাখা জরুরি। কখন আক্রমণাত্মক থাকা দরকার আর কখন রক্ষণাত্মক, এই উপলব্ধিটা নিজে থেকেই আসবে। নিজের শক্তিটা কোথায়, এটাও বুঝে ফেলা দরকার।’
আইপিএলে প্রায় দু’মাস কুড়ি ওভারের ফরম্যাটে খেলার পর টেস্টে মানিয়ে নেওয়ার কাজটা কত কঠিন? হিটম্যানের উত্তর, ‘মানসিকভাবে তৈরি থাকতে হবে। প্রয়োজন অনুসারে বদলাতে হবে টেকনিকও। নিজেকেই বুঝতে হবে, কোথায় ভুল হচ্ছে। অবশ্য বছরের পর বছর ধরে আমরা এটাই করে চলেছি। তাতেই এসেছে সাফল্য। এখন তরুণদেরও সেই কথা বোঝানোর চেষ্টা করছি।’
রোহিতের কাছে টেস্ট ক্রিকেটই সেরা ফরম্যাট। তাঁর কথায়, ‘এটা প্রতিনিয়ত চ্যালেঞ্জ জানায়। গত তিন-চার বছর ধরে টেস্টে আমরা সাফল্য পেয়েছি। এবার শেষ হার্ডল টপকানোর সময় এসেছে। সহজাত মেজাজে খেলার জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস জোগানো হচ্ছে তরুণদের।’
ভারতীয় পেসাররা এদিন সবাই উজাড় করে দিলেন নেটে। মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাটরা পুরোদমে বল করলেন। ফিটনেস ড্রিল সেরে শার্দূল ঠাকুরও হাত ঘোরালেন লম্বা সময় ধরে। তিন স্পিনারও বসে থাকলেন না। রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল বল করলেন নেটে। তবে বোলিং কম্বিনেশন নিয়ে ধন্দ কাটছে না। যদি দুই স্পিনার খেলানো হয়, তাহলে তিন পেসারে দল সাজাবে ভারত। আবার উইকেট পেস সহায়ক হলে চার জোরে বোলার ও এক স্পিনারে আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে প্রথম এগারোয় অশ্বিন নয়, জাদেজার থাকার সম্ভাবনা বেশি।
অনুশীলনে ভারতীয় দলকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল। কোহলি ঠাট্টা-রসিকতা করলেন সতীর্থদের সঙ্গে। অবশ্য রোহিতের সঙ্গে তিনিই প্রথমে নেটে যান ব্যাট করতে। সামি, অশ্বিন, অক্ষর, উনাদকাটদের বিরুদ্ধে নেট-পর্ব সেরে থ্রো-ডাউনও নিলেন ভিকে। ক্যাপ্টেন রোহিতকে যদিও এখনও সেরা ছন্দে দেখা যাচ্ছে না। সামির বলে বেশ কয়েকবার পরাস্ত হলেন তিনি। রোহিত-বিরাটের পর পর্যায়ক্রমে নেটে এলেন গিল, পূজারা, রাহানে। ব্যাটিংয়ের পর দ্রাবিড়ের সঙ্গে লম্বা আলোচনায় ব্যস্ত থাকলেন গিল। আইপিএলে অবিশ্বাস্য ব্যাটিংয়ের পর ডানহাতি ওপেনারকে ঘিরে প্রত্যাশা বেড়ে গিয়েছে টিম ম্যানেজমেন্টের। 

5th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ