খেলা

ব্রিটেনকে টাই-ব্রেকারে
হারালেন হরমনপ্রীতরা

 

লন্ডন: জয় এল। জ্বালা জুড়ল। হকি প্রো লিগে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে দুরন্ত জয় পেল ভারত। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ৪-৪। এরপর টাই-ব্রেকারে  ৪-২ ব্যবধানে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলেন হরমনপ্রীতরা। উল্লেখ্য, প্রথম লেগে ব্রিটেনের কাছেই ২-৪ গোলে হারতে হয়েছিল ক্রেগ ফুলটনের দলকে। ফিরতি লেগে মধুর প্রতিশোধ নিলেন দিলপ্রীত সিংরা। শুক্রবার ওলিম্পিক চ্যাম্পিয়ন বেলজিয়ামকে ৫ গোলের মালা পরিয়েছিল ভারত। ব্রিটেনকে হারিয়ে বজায় রইল ধারাবাহিকতা, কুড়িয়ে নিল বোনাস পয়েন্টও।
শনিবার ম্যাচের শুরুতে অবশ্য প্রবল চাপ তৈরি করেছিল ব্রিটেন। তবে খেলার গতির বিরুদ্ধে ৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ভারতকে লিড এনে দেন অধিনায়ক হরমনপ্রীত। সেই ব্যবধান অবশ্য এক মিনিটের বেশি স্থায়ী হয়নি। প্রতি-আক্রমণে গোল শোধ করেন স্যাম ওয়ার্ড (১-১)। দ্বিতীয় কোয়ার্টারে (১৯ মিনিট) ফের দলকে এগিয়ে দেন মনদীপ সিং (২-১)। ২৮ মিনিটে ৩-১ করেন সুখজিৎ সিং। কিন্তু তৃতীয় কোয়ার্টারে (৪০ মিনিট) ব্যবধান কমান সেই স্যাম (৩-২)। শেষ কোয়ার্টারে চলে পরের পর নাটক। ৪৭ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন স্যাম (৩-৩)। কিছুক্ষণের মধ্যে ফের ভারতকে এগিয়ে দিয়েছিলেন অভিষেক (৪-৩)। তবে শেষ লগ্নে সেই গোলও শোধ করেন স্যাম ওয়ার্ড (৪-৪)। এরপর টাই-ব্রেকারে বাজিমাত করেন মনপ্রীত, হরমনপ্রীতরা। পেনাল্টি শ্যুট আউটে গোলপোস্টের নীচে রীতিমতো প্রাচীর হয়ে ওঠেন কৃষ্ণ বাহাদূর পাঠক।
13Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা