খেলা

সাফল্যের জন্য আগ্রাসী
মানসিকতার প্রয়োজন
মত সৌরভ গাঙ্গুলির

নয়াদিল্লি: ২০১১ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল ভারত। ২০১৩ সালের পর আসেনি আইসিসি ট্রফি। এই পরিস্থিতিতে বছরের শেষে একদিনের বিশ্বকাপ ঘিরে বাড়ছে প্রত্যাশা। তবে আইসিসি প্রতিযোগিতায় সাফল্যের জন্য আরও আগ্রাসী মানসিকতার প্রয়োজন বলে ধারণা সৌরভ গাঙ্গুলির। প্রাক্তন ভারতীয় অধিনায়কের মতে, ‘আক্রমণাত্মক খেলতে হবে। আর তেমন দল আমাদের আছে। কখনও কখনও অক্ষর প্যাটেলকে আমরা ৯ নম্বরে পাঠাচ্ছি। তাই টপ অর্ডারকে আগ্রাসন দেখাতেই হবে। হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা ছয় এবং সাত নম্বরে নামছে ভারতের। তার মানে ব্যাটিং গভীরতা যথেষ্ট। চাপের মুখে নিজের খেলাকে সেই অনুসারে মেলে ধরাই তো আসল। ভারতীয় ক্রিকেটে প্রতিভার কোনও কমতি নেই। বড় আসরের সাফল্য পাওয়ার জন্য চাপ নেওয়ার বিশেষ ক্ষমতা অবশ্যই প্রয়োজন।’
কুড়ি ওভারের ফরম্যাটে হার্দিক পান্ডিয়াকে পরবর্তী অধিনায়ক হিসেবে দেখছেন সৌরভ। তাঁর মতে, ‘গতবারের আইপিএলে দুর্দান্ত নেতৃত্ব দিয়েছে হার্দিক। তার জন্য ওকে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল সংক্ষিপ্ততম ফরম্যাটে। আইপিএলের জেতা-হারাকে অগ্রাহ্য করা যায় না একেবারেই। কারণ এটা অত্যন্ত কঠিন প্রতিযোগিতা।’
ভারতীয় দলে পৃথ্বী সাউয়ের আসা উচিত বলে মন্তব্য সৌরভের। তাঁর কথায়, ‘দেশের হয়ে খেলার জন্য ও প্রস্তুত। সেই সুযোগ পাবে কিনা তা বলা মুশকিল। তবে আমি নিশ্চিত যে, রোহিত শর্মা ও নির্বাচকদের নজর রয়েছে পৃথ্বীর উপর। ওকে ধারাবাহিকভাবে পারফর্ম করে যেতে হবে। তাহলে অবশ্যই জাতীয় দলে সুযোগ মিলবে।’ প্রাক্তন বোর্ড সভাপতি বলেছেন, ‘ভালো ক্রিকেটাররা সব ফরম্যাটেই মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। সীমিত ওভারের ক্রিকেটের পাশাপাশি হার্দিক টেস্টেরও দলের সম্পদ হয়ে উঠতে পারে। শুধু দরকার, এই ফরম্যাটের প্রতি ওর ভালোবাসা। তাহলেই সাফল্য আসবে।’
16Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা