বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

জোড়া লক্ষ্যভেদে নায়ক রোনাল্ডো

পর্তুগাল-৪   :  লিচেনস্টাইন-০

লিসবন: কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে পর্তুগালের বিদায়ের পর চোখের জলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ড্রেসিং-রুমে ফেরার দৃশ্য আজও স্মৃতিতে টাটকা। সেই মুহূর্তে হয়তো জাতীয় দল থেকে অবসরের ভাবনাও ঘিরে ধরেছিল পর্তুগিজ সুপারস্টারকে। শেষ পর্যন্ত অবশ্য আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাননি সিআরসেভেন। বরং পর্তুগালের জার্সিতে মাঠে ফিরেছেন আরও তীক্ষ্ণ হয়ে। বৃহস্পতিবার রাতে লিচেনস্টাইনের বিপক্ষে ইউরো কাপের বাছাই পর্বের ম্যাচে জোড়া গোলেই তার প্রমাণ রাখলেন তিনি। তাঁর দলও জিতল ৪-০ ব্যবধানে।
কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল পর্তুগাল। সেটি ছিল জাতীয় দলের হয়ে রোনাল্ডোর ১৯৬তম ম্যাচ। সেই সুবাদে তিনি ছুঁয়ে ফেলেছিলেন দেশের জার্সিতে সর্বাধিক ম্যাচ খেলা কুয়েত ফুটবলার আল মুতাওয়ার বিশ্বরেকর্ড। বৃহস্পতিবার লিচেনস্টাইনের বিপক্ষে পর্তুগালের জার্সিতে ১৯৭তম ম্যাচে মাঠে নেমে রেকর্ডটি এককভাবে নিজের দখলে নেন ৩৮ বছর বয়সি ফরোয়ার্ড।
লিচেনস্টাইনের বিরুদ্ধে ৮ মিনিটেই জোয়াও ক্যানসেলোর গোলে এগিয়ে যায় পর্তুগাল (১-০)। এরপর দ্বিতীয়ার্ধের গোড়ায় ২-০ করেন বার্নাডো সিলভা। দলের শেষ দু’টি গোল রোনাল্ডোর। ৫০ মিনিটে পর্তুগাল পেনাল্টি পেলে স্পটকিক থেকে লক্ষ্যভেদ করেন তিনি (৩-০)। এরপর ৬৩ মিনিটে ফ্রি-কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন সিআরসেভেন (৪-০)। ম্যাচ শেষে রোনাল্ডো বলেন, ‘কেরিয়ারের খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলাম। তবে তা নিয়ে কোনও আক্ষেপ নেই। এখন আমি নতুনভাবে এগিয়ে যেতে প্রস্তুত।’

25th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ